লালমনিরহাটের কালীগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় প্রভাবশালীদের হামলা ও হত্যার হুমকির শিকার হয়েছেন এক সাংবাদিক। এ ঘটনায় থানায় এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী।
এজাহারে সাংবাদিক মোঃ তৌফিক জামান (১৭) উল্লেখ করেন, তিনি জাতীয় দৈনিক যুক্ত খবর ও জনবাণী পত্রিকার কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি এবং কালীগঞ্জ উপজেলা রিপোর্টার্স ক্লাবের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ১২ আগস্ট বিকেল ৩টার দিকে উত্তর বালাপাড়া এলাকায় স্থানীয় এক নারীর অভিযোগের ভিত্তিতে তিনি সংবাদ সংগ্রহে যান।
সংবাদ সংগ্রহকালে অভিযুক্ত মোঃ আব্দুল হাকিম (৬০), তাঁর ছেলে মোঃ হাবিবুর রহমান (৩২), মোঃ কামরুল হাসান (২৩), মোঃ রাকিবুল ইসলাম (২০) এবং আরও ১০-১৫ জন অজ্ঞাত ব্যক্তি লাঠি, লোহার রড, দা, ছোড়া নিয়ে দলবদ্ধভাবে তাঁকে ঘিরে ধরে। তারা সাংবাদিক তৌফিককে সংবাদ সংগ্রহে বাধা দেয় এবং কথা কাটাকাটির একপর্যায়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দেয়।
এ সময় স্থানীয় মোঃ মাহবুবার রহমান মুন্না ও মোছাঃ হালিমা খাতুনসহ উপস্থিত লোকজন তাঁকে উদ্ধার করেন। তবে অভিযুক্তরা সাক্ষীদের উপস্থিতিতেই পুনরায় হুমকি দিয়ে বলেন, ভবিষ্যতে ঘটনাস্থলে গেলে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হবে।
পরে সহকর্মীদের সঙ্গে আলোচনা করে তিনি থানায় লিখিত এজাহার দায়ের করেন। কালীগঞ্জ থানা পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।