পঞ্চগড়ের দেবীগঞ্জে চাঞ্চল্যকর কলেজছাত্রী সুলতানা আক্তার রত্না হত্যাকাণ্ডের রহস্য মাত্র ২৪ ঘণ্টায় উদঘাটন ও প্রধান আসামিকে গ্রেপ্তারের অসামান্য সাফল্যের জন্য বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন দেবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রবীর চন্দ্র সরকার।
সোমবার (১১ আগস্ট) সকালে পঞ্চগড় পুলিশ লাইন্স ড্রিল সেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩০ জুলাই দেবীগঞ্জ সদর ইউনিয়নের মাঝাপাড়া এলাকায় কলেজছাত্রী সুলতানা আক্তার রত্নাকে বিয়ের জন্য চাপ দেওয়ায় শ্বাসরোধে হত্যা করেন তাঁর প্রেমিক মহাদেব রায়। ঘটনার পর প্রাথমিকভাবে কোনো ক্লু না থাকলেও প্রবীর চন্দ্র সরকারের নেতৃত্বে নিবিড় তদন্ত ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে দ্রুত আসামিকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। পরে আদালতে দেওয়া জবানবন্দিতে হত্যার বিষয়টি স্বীকার করেন মহাদেব রায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শইমী ইমতিয়াজ, সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) সামুয়েল সাংমা, মেডিকেল অফিসার পুলিশ হাসপাতাল পঞ্চগড় ডা. মোঃ আসাদুজ্জামান আসাদ, আরআই পুলিশ লাইন্স পঞ্চগড় মোঃ মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।
এদিন সভায় জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার, শ্রেষ্ঠ এএসআইসহ আরও কয়েকজন পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়।