শিরোনাম
২০ আগষ্ট উদ্বোধন হতে যাচ্ছে সুন্দরগঞ্জের তিস্তা সেতুর সংস্কার বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি: আখতার ২৪ ঘণ্টায় কলেজছাত্রী রত্না হত্যার রহস্য উদঘাটন; বিশেষ পুরস্কার পেলেন পুলিশ পরিদর্শক প্রবীর জামিন নিতে এসে গ্রেফতার নীলফামারী জেলা পরিষদের সাবেক সদস্য ডন জনপ্রিয়তা কমেছে অন্তর্বর্তী সরকারের, ভোটযুদ্ধে এগিয়ে বিএনপি: জরিপ শিশুকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেপ্তার আসন্ন নির্বাচনে বাদ যাচ্ছে ইভিএম, ফিরতে যাচ্ছে “না” ভোটের বিধান বিএনপি নেতা ফজলুর গণহত্যাকারী আ.লীগের হয়ে মাঠে সরব থাকছে: সারজিস লালমনিরহাটে আন্তঃজেলা প্রতারক চক্রের তিন সদস্য আটক, ট্রাক উদ্ধার বদরগঞ্জে স্কুলের ছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ দপ্তরির বিরুদ্ধে
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন

লালমনিরহাটে আন্তঃজেলা প্রতারক চক্রের তিন সদস্য আটক, ট্রাক উদ্ধার

কায়সারুল আলম সোহাগ, কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি / ৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

লালমনিরহাটের কালীগঞ্জ থানায় দায়ের হওয়া পরিবহন প্রতারণা মামলার তদন্তে আন্তঃজেলা প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোপন সূত্রের তথ্য ও আধুনিক প্রযুক্তির সহায়তায় ঢাকা, নারায়ণগঞ্জ ও কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় মামলার ট্রাকটিও উদ্ধার করা হয়।

সোমবার (১১ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদ আহমেদ।

আটক ব্যক্তিরা হলেন খুলনার মোঃ জাহিদুল মুন্সি (৪০), ঢাকার মোঃরবিবউল ইসলাম মনির (৫৮) এবং মাদারীপুরের মো. আব্দুর রহমান হাওলাদার জসিম ভান্ডারী (৫৪)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে পণ্য পরিবহনের নামে প্রতারণা চালিয়ে আসছিল এবং দেশের বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

তথ্যমতে, গত ২ জুলাই “মেসার্স শুভেচ্ছা ট্রেডার্স” নামে একটি ধান-চাল ব্যবসায়ী প্রতিষ্ঠান দিনাজপুরের স্নেহা অটো রাইস মিলে পণ্য পরিবহনের জন্য ভুয়া রেজিস্ট্রেশন নম্বর (ঢাকা মেট্রো-ট-২৪-৭৬৬৪) সম্বলিত একটি ট্রাক ভাড়া নেয়। ট্রাক চালাচ্ছিলেন মোঃজাহিদুল ইসলাম দুখু ওরফে তাইজুল মোল্লা। কিন্তু পণ্য গন্তব্যে পৌঁছায়নি এবং চালকেরও খোঁজ মেলেনি। পরে ২৮ জুলাই কালীগঞ্জ থানায় মামলা হয়, যা ডিবি পুলিশের কাছে তদন্তের দায়িত্ব আসে।

তদন্তে চক্রের তিন সদস্যকে শনাক্ত করে একাধিক জেলায় অভিযান চালিয়ে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চক্রের আরও সদস্যদের পরিচয় ও প্রতারণার পদ্ধতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে।

ওসি সাদ আহমেদ জানান, আটকরা সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য, যারা একই কায়দায় পণ্য আত্মসাৎ করে আসছিল। চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান চলছে।

লালমনিরহাটের পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং প্রতারণা দমনে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ