শিরোনাম
দেশে বড় ধরনের বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে ৩০ জেলা নীলফামারিতে বিএনপির সংসদ সদস্য প্রার্থীর গাড়িতে হামলা; আ.লীগ নেতা গ্রেফতার বিএনপি শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করতে ব্যর্থ হয়েছে: ফয়জুল করিম মহাসড়কের পাশে পাটক্ষেতে মিললো মানুষের কঙ্কাল, পাশেই পড়েছিল বোরখা-পেটিকোট রংপুরের তারাগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে জামাই-শ্বশুর হত্যার ঘটনায় গ্রেফতার ৪ ফেসবুক লাইভে ১৫ আগস্ট ‘শোক দিবস’ পালনের আহ্বান জেড আই খান পান্নার বাংলাদেশ ফিল্ম আর্কাইভের গবেষণা ফেলো হলেন অভীক তালুকদার রাজধানীতে ভোররাতে ধারালো অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের মহড়া, ভিডিও ভাইরাল বেরোবিতে পরীক্ষা ছাড়াই পাস ছাত্রলীগ নেত্রী, ৭ মাসেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন জাতীয় পার্টি সবসময় গণতান্ত্রিক সরকারের পক্ষে : রুহুল আমিন হাওলাদার
সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন

বেরোবিতে পরীক্ষা ছাড়াই পাস ছাত্রলীগ নেত্রী, ৭ মাসেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও গণিত বিভাগের শিক্ষার্থী সুরাইয়া ইয়াসমিন ঐশী পরীক্ষায় অংশ না নিয়েই পাস করেছেন। সেই সময় ‘পরীক্ষা না দিয়ে ছাত্রলীগ নেত্রীকে পাস করার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে’ এমন অভিযোগে বিভিন্ন পত্র পত্রিকায় নিউজ হওয়ার পর সারাদেশে তোলপাড় হয়ে যায়। পরে সত্যতা বের করার জন্য গঠিত হয় তিন সদস্যের তদন্ত কমিটি ।কিন্তু ৭ মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কোনো প্রতিবেদন জমা পড়েনি। তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ার কারণ হিসেবে পক্ষপাতী মনোভাবকে দায়ী করেছেন অনেকেই।

বিভিন্ন সূত্র থেকে জানা যায় যে, তদন্ত কমিটির সদস্যরা এ বিষয়ে এখন পর্যন্ত কোনো তদন্তই করেনি।সেখানে রিপোর্ট জমা ত অনেক দূরের বিষয়। কারণ সদস্য সচিব হিসেবে তদন্ত কমিটিতে ছিলেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল হান্নান।সেকারণে এখানে পক্ষপাতের সম্ভাবনা আছে বলে অনেকে মনে করতেছেন।যার কারণে রিপোর্ট তৈরি করতে এতো সময় লাগছে।আর এই কমিটির আহ্বায়ক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তানজিউল ইসলাম জীবন এর ব্যক্তিগত সমস্যার কারণে প্রথমে তিনি অপরাগতা প্রকাশ করেন উপাচার্যের কাছে।তখন থেকে এভাবে তদন্ত কমিটি ঝুলে আছে বিনা তদন্ত ছাড়া।

ঘটনার সূত্রপাত গত ডিসেম্বরে অনুষ্ঠিত স্নাতকোত্তরের প্রথম সেমিস্টারের মিডটার্ম পরীক্ষায়। অভিযোগ রয়েছে, ঐ পরীক্ষায় অংশ না নিয়েই পাশ করেছেন সুরাইয়া ইয়াসমিন ঐশী, যিনি বেরোবি শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। বিষয়টি জানাজানি হলে গত ২২ জানুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। তবে দীর্ঘ ৭ মাস পার হলেও প্রতিবেদন জমা দেয়নি কমিটি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষায় অংশগ্রহণ না করেও কীভাবে একজন শিক্ষার্থী পাশ করতে পারে, সেটি দুর্নীতির বড় উদাহরণ। অভিযোগ রয়েছে, ঐশী বিশ্ববিদ্যালয়ে সংগঠনের প্রভাব খাটিয়ে পরীক্ষায় অংশ না নিয়ে পাস করেছেন। তার সহপাঠীরাও দাবি করেছেন, তারা ঐশীকে মিডটার্ম পরীক্ষায় উপস্থিত থাকতে দেখেননি।

এ প্রসঙ্গে একই বিভাগের একজন শিক্ষার্থী বলেন, তদন্ত প্রতিবেদন এর বিষয়ে কিছুই বলার নেই, আমাদের সম্মানিত ভিসি স্যার তার কিছু একান্ত মানুষ নিয়ে নিজস্ব কিছু অ্যাজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত। তারা যখন যেটা চাইবে হয়ত তখন সেটা হবে, আর তারা তো অদৃশ্য শক্তির বাইরে কথা বলার মতো মানুষ না। সমস্যা হবে তদন্ত কমিটি গঠন ও হবে কিন্তু প্রতিবেদন দেওয়া বা শাস্তির ব্যবস্থা করা সেটা হয়ত পারছেন না আমাদের সম্মানিত ভিসি স্যার তার উপর ওয়ালার কথার বাইরে গিয়ে কিছু করতে। তবে সুস্পষ্ট একটি কথা বেরোবির প্রশাসনকে জানিয়ে দিতে চাই, মুলা কিন্তু একটি সাময়িক ফসল সারাবছর পাওয়া যায় না, বেরোবির শিক্ষার্থীরা যেদিন আবারও ১৬-ই জুলাইয়ের মতো গর্জে উঠবে সেদিন কেউ গা বাঁচানোর জায়গা পাবে না আজকে যাদের বাঁচাতে এতো কূটকৌশল সেদিন কিন্তু তারা এগিয়ে আসবে না।

এ বিষয়ে জানতে চাইলে শুরুতে ঐশী ফোন রিসিভ করেননি। পরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি বলেন পরীক্ষায় আমি অংশগ্রহণ করেছি।তবে কখন কবে পরীক্ষা দিয়েছে এ বিষয়ে কোনো সঠিক তথ্য দিতে পারে নি।। তবে তার বক্তব্য এবং উপস্থিতির বাস্তব প্রমাণের মধ্যে পার্থক্য থাকায় বিতর্ক আরও ঘনীভূত হয়। ১৬ জুলাই ছাত্রলীগের হামলায় নিহত আবু সাঈদের ঘটনার পর থেকে ঐশী আত্মগোপনে রয়েছেন।

এ নিয়ে  বিশ্ববিদ্যালয় জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিলে অভিযুক্ত শিক্ষক, গণিত বিভাগের অধ্যাপক ড. রুহুল আমিনকে বিশ্ববিদ্যালয়ের অর্থ দপ্তরের পরিচালক পদ থেকে অব্যাহতি দেয় প্রশাসন। তবে তার বিরুদ্ধে অন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

তদন্ত কমিটির সদস্যসচিব গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. আব্দুল হান্নান বলেন, আমরা কাজ করেছি। তদন্ত চলমান। শীগ্রই রিপোর্ট দিব আমরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ