পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার আজিজনগর গ্রামের আফসার আলী (৬৫) নামে এক বিজ্ঞান গবেষক ও যন্ত্রবিদ দাবি করেছেন, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্যার আইজাক নিউটনের মহাকর্ষ সূত্রটি ভুল। একই সঙ্গে নিউটনের গতির তিনটি সূত্রের মধ্যে প্রথমটিকে অসম্পূর্ণ, দ্বিতীয়টিকে সঠিক এবং তৃতীয়টিকে কাল্পনিক বলে আখ্যা দিয়েছেন তিনি।
পেশায় যন্ত্রবিদ আফসার আলী একসময় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনে চাকরি করতেন। বর্তমানে স্বতন্ত্রভাবে গবেষণা চালিয়ে যাচ্ছেন তিনি। খরচবিহীন ইঞ্জিন তৈরির চেষ্টা করতে গিয়ে নিউটনের সূত্রে ত্রুটি খুঁজে পান বলে জানান আফসার আলী।
নিউটনের মহাকর্ষ সূত্রে বলা হয়, মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে, যার মান ভর ও দূরত্বের ওপর নির্ভরশীল। কিন্তু আফসার আলীর দাবি—এ সূত্রটি বাস্তবতার সঙ্গে মেলে না। তার মতে, মহাকর্ষ বল ও বায়ুমণ্ডলীয় চাপের উপস্থিতিতে জ্বালানি, বিদ্যুৎ বা তাপশক্তি ছাড়া ইঞ্জিন চলা সম্ভব নয়, যা প্রমাণ করে সূত্রটি ত্রুটিপূর্ণ।
তিনি বলেন, নিউটনের প্রথম গতিসূত্র সঠিক হলেও অসম্পূর্ণ, কারণ এতে বাহ্যিক বলের উৎস ব্যাখ্যা করা হয়নি। দ্বিতীয় সূত্রকে তিনি পূর্ণাঙ্গ ও সঠিক বলে স্বীকার করেন। তবে তৃতীয় সূত্রকে ‘কাল্পনিক’ উল্লেখ করে তিনি বলেন, “প্রত্যেক ক্রিয়ার বিপরীতে ঘর্ষণ, বাধা বা প্রতিক্রিয়া থাকে, যা সবসময় সমান হয় না।”
১৯৭৫ সালে এসএসসি পাস করা আফসার আলী ১৯৭৮ সালে ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে দুই বছর মেয়াদি কোর্স শেষ করেন। ১৯৮৯ সালে তিনি নিজস্বভাবে ইঞ্জিন চলাচলের একটি সূত্র আবিষ্কার করেন বলে দাবি করেন। তার লেখা বেশ কিছু প্রবন্ধ ও বই এখনো প্রকাশিত হয়নি। নিউটনের সূত্রে তার দাবি করা সংশোধনী আন্তর্জাতিক অঙ্গনে প্রকাশের আহ্বান জানিয়েছেন তিনি।