শিরোনাম
মিঠাপুকুরে ১৩ বছরের স্কুলছাত্রীকে যৌন নির্যাতন, থানায় অভিযোগ এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়সহ চিরকুট, লেখা আছে—‘প্রস্তুত হ রাজাকার’ ছাত্রশিবিরের কার্যক্রম হচ্ছে ‘মানুষ তৈরির প্রজেক্ট’ : শিবির সভাপতি নিউটনের মহাকর্ষ সূত্রকে ভুল দাবি করলেন পঞ্চগড়ের বিজ্ঞান গবেষক অ্যালা কায় মাও কয়া ডাকপে, হামরা যে এতিম হয়া গেইনো’, গণপিটুনিতে নিহতের মেয়ের আহাজারি দেবীগঞ্জে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন  কুড়িগ্রামের ফুলবাড়িতে মোটরসাইকেলে সারাদিন ঘুরিয়ে রাতে শিশুকে পুকুরে ফেলে দিলেন সৎবাবা! সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় লালমনিরহাটে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ হিলিতে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত  দুর্ধর্ষ ‘ধাক্কামারা’ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার
রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৭:১১ অপরাহ্ন

সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় লালমনিরহাটে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

কায়সারুল আলম সোহাগ, কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি / ৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ এর নিজস্ব প্রতিবেদক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে জবাই করে হত্যার প্রতিবাদে লালমনিরহাট প্রেসক্লাব মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ।

রবিবার (১০ আগস্ট) সকালে মিশন মোড় গোলচত্বরে প্রেসক্লাব লালমনিরহাটের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, এই হত্যাকাণ্ড সাংবাদিকতার ওপর সরাসরি হামলা। সম্প্রতি লালমনিরহাটে সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক হেলাল কবিরও প্রাণঘাতী হামলার শিকার হয়েছেন। ইতিমধ্যে হামলাকারীদের একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। দেশের বিভিন্ন প্রান্তে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর নির্যাতন ক্রমেই বেড়ে চলেছে, যা সহ্য করা হবে না।

তারা সতর্ক করে বলেন, দ্রুত হত্যাকারীদের বিচার ও সাংবাদিক নিরাপত্তা নিশ্চিত না হলে সংবাদকর্মীরা বিকল্প পদক্ষেপ নিতে বাধ্য হবে, এমনকি সংবাদ বয়কটও হতে পারে।

বক্তারা আরও বলেন, সাংবাদিকরা নিজেদের স্বার্থে নয়— দুর্নীতি, মাদক ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবেদন করেন, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করেন। অথচ এখন তারাই হামলা, নির্যাতন ও হত্যার শিকার হচ্ছেন। এভাবে চলতে থাকলে অনেকে পেশা ছেড়ে যেতে বাধ্য হবেন।

সমাবেশে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক আবু হাসনাত রানা। বক্তব্য দেন প্রথম আলোর আব্দুর রব সুজন, সিনিয়র সাংবাদিক লিয়াকত হোসেন, আহমেদুর রহমান মুকুল, ৭১ টিভির মিলন পাটোয়ারী, গাজী টিভির আলতাব হোসেন, বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগের সভাপতি শরিফুল ইসলাম রতন, প্রতিদিনের সংবাদ-এর জিন্নাতুল ইসলাম জিন্না প্রমুখ।

এ সময় বাংলাদেশ প্রেসক্লাবের ব্যানারে রংপুর বিভাগের নেতাদের নেতৃত্বে জেলা শাখার সদস্যরা সমাবেশে যোগ দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেশ টিভির প্রতিনিধি জামাল বাদশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ