গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ এর নিজস্ব প্রতিবেদক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে জবাই করে হত্যার প্রতিবাদে লালমনিরহাট প্রেসক্লাব মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ।
রবিবার (১০ আগস্ট) সকালে মিশন মোড় গোলচত্বরে প্রেসক্লাব লালমনিরহাটের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, এই হত্যাকাণ্ড সাংবাদিকতার ওপর সরাসরি হামলা। সম্প্রতি লালমনিরহাটে সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক হেলাল কবিরও প্রাণঘাতী হামলার শিকার হয়েছেন। ইতিমধ্যে হামলাকারীদের একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। দেশের বিভিন্ন প্রান্তে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর নির্যাতন ক্রমেই বেড়ে চলেছে, যা সহ্য করা হবে না।
তারা সতর্ক করে বলেন, দ্রুত হত্যাকারীদের বিচার ও সাংবাদিক নিরাপত্তা নিশ্চিত না হলে সংবাদকর্মীরা বিকল্প পদক্ষেপ নিতে বাধ্য হবে, এমনকি সংবাদ বয়কটও হতে পারে।
বক্তারা আরও বলেন, সাংবাদিকরা নিজেদের স্বার্থে নয়— দুর্নীতি, মাদক ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবেদন করেন, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করেন। অথচ এখন তারাই হামলা, নির্যাতন ও হত্যার শিকার হচ্ছেন। এভাবে চলতে থাকলে অনেকে পেশা ছেড়ে যেতে বাধ্য হবেন।
সমাবেশে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক আবু হাসনাত রানা। বক্তব্য দেন প্রথম আলোর আব্দুর রব সুজন, সিনিয়র সাংবাদিক লিয়াকত হোসেন, আহমেদুর রহমান মুকুল, ৭১ টিভির মিলন পাটোয়ারী, গাজী টিভির আলতাব হোসেন, বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগের সভাপতি শরিফুল ইসলাম রতন, প্রতিদিনের সংবাদ-এর জিন্নাতুল ইসলাম জিন্না প্রমুখ।
এ সময় বাংলাদেশ প্রেসক্লাবের ব্যানারে রংপুর বিভাগের নেতাদের নেতৃত্বে জেলা শাখার সদস্যরা সমাবেশে যোগ দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেশ টিভির প্রতিনিধি জামাল বাদশা।