শিরোনাম
বাংলাদেশ ফিল্ম আর্কাইভের গবেষণা ফেলো হলেন অভীক তালুকদার রাজধানীতে ভোররাতে ধারালো অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের মহড়া, ভিডিও ভাইরাল বেরোবিতে পরীক্ষা ছাড়াই পাস ছাত্রলীগ নেত্রী, ৭ মাসেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন জাতীয় পার্টি সবসময় গণতান্ত্রিক সরকারের পক্ষে : রুহুল আমিন হাওলাদার হাকিমপুরে আনসার ভিডিপির বৃক্ষ রোপণ কর্মসূচি ‘বাড়িতে বইসা খাওয়ার জায়গা নাই, তোরা বিমানে যাইস ফাইভস্টারে থাকস’ রড বোঝাই ট্রাক লুটের অভিযোগ, যুবদল কর্মীকে আজীবনের জন্য বহিষ্কার ঘণ্টায় প্রায় ১০০টি উল্কাবৃষ্টি, এ সপ্তাহে দেখা যাবে বাংলাদেশ থেকেও কুড়িগ্রামে তিস্তা নদীর ভাঙনে গৃহহীন মানুষ, নির্ঘুম রাত দেখো আরও পাঁচ লাখ নিতে পারো কিনা’, এনসিপি নেতার চাঁদাবাজির কলরেকর্ড ভাইরাল
সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০১:২২ অপরাহ্ন

দেড় মাস পর বড়পুকুরিয়া খনি থেকে ফের কয়লা উত্তোলন শুরু

ভুবন সেন,দিনাজপুর / ২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে দেড় মাস বন্ধ থাকার শনিবার সকাল থেকে ফের কয়লা উত্তোলন শুরু হয়েছে। খনির ১৪০৬ নম্বর নতুন ফেজ থেকে এই উত্তোলন শুরু হয়। গত ২৩ জুন ১৩০৫ নম্বর পুরোনো ফেজের কয়লা মজুত শেষ হয়ে যাওয়ায় উৎপাদন সাময়িকভাবে বন্ধ ছিল।

খনি কর্তৃপক্ষ জানায়, নতুন ফেজে যন্ত্রপাতি স্থাপন ও রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হওয়ার পর উত্তোলন কাজে ফিরেছে তারা। এই ফেজ থেকে ৩ দশমিক ৯৪ লাখ টন কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) খান মো. জাফর সাদিক বলেন, “১৪০৬ নম্বর নতুন ফেজে ওপেন আবকাট নির্মাণ এবং পুরোনো ফেজ থেকে যন্ত্রপাতি স্যালভেজ ও মেইনটেন্যান্স শেষে উৎপাদন শুরু করা হয়েছে।”

চলতি বছরের ২৩ জানুয়ারি থেকে জুন পর্যন্ত ১৩০৫ নম্বর ফেজ থেকে ৫ লাখ ১ হাজার টন কয়লা উত্তোলিত হয়। নতুন ফেজ থেকে প্রথম সপ্তাহে দৈনিক ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টন এবং পরবর্তী সময়ে দৈনিক ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ টন কয়লা উত্তোলনের পরিকল্পনা রয়েছে।

উত্তোলিত কয়লা বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে সরবরাহ করা হবে, যা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনে সহায়ক হবে বলে জানিয়েছে খনি কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ