শিরোনাম
জিনের বাদশাহর ভণ্ডামি: মিঠাপুকুরে দুই দশক ধরে প্রতারণার সাম্রাজ্য, অলৌকিকতার নামে সর্বস্বান্ত অসংখ্য পরিবার রংপুরে আধুনিক হাসপাতাল নির্মাণ শিগগিরই: চীনা রাষ্ট্রদূত মানবেতর জীবন যাপন করছেন রফিকুলের পরিবার এই সরকার জনগণের জান-মালের নিরাপত্তায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে: জাপা মহাসচিব ফেসবুকে তারেক রহমানকে দেশে এনে বিচারের দাবি করে ভিডিও; শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন সাংবাদিক তুহিন হত্যায় পাঁচজনকে আটক করেছে পুলিশ সেপটিক ট্যাংকের ভেতরে লুকিয়েও রেহাই নেই ছাত্রলীগ নেতার; পুলিশের হাতে গ্রেফতার সড়ক পার হতে গিয়ে অ্যাম্বুলেন্সের ধাক্কায় জামায়াত নেতা নিহত এবার সাতসকালে গাজীপুরে ব্যাগে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ
শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন

সেপটিক ট্যাংকের ভেতরে লুকিয়েও রেহাই নেই ছাত্রলীগ নেতার; পুলিশের হাতে গ্রেফতার

ডেস্ক রিপোর্ট / ২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

সেপটিক ট্যাংকের ভেতরে লুকিয়েও রক্ষা পেলেন না ছাত্রলীগ নেতা বিজয়। চট্টগ্রামে এমইএস কলেজ ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে পাঁচলাইশ থানার জিইসির মোড় এলাকার একটি ভবনের সেপটিক ট্যাংকের ভেতর থেকে তাকে গ্রেফতার করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

সেপটিক ট্যাংকের ভেতর থেকে বিজয়কে গ্রেফতারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

তবে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেন বলেছেন, বিষয়টি তার জানা নেই।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে জিইসি মোড় এলাকা থেকে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে ধাওয়া দেয়। ধাওয়ার কারণে বিজয় জিইসি মোড় এলাকায় অবস্থিত মেডিকেল সেন্টারের পাশে একটি ভবনের ছাদের সেপটিক ট্যাংকে আশ্রয় নেয়। পুলিশ ওখান থেকেই তাকে গ্রেফতার করে নিয়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ট্যাংকের ভেতরে ঢুকে লুকিয়ে রয়েছেন তিনি। তার বুক থেকে শরীরের ওপরের অংশ দেখা যাচ্ছে। এক পুলিশ সদস্য তাকে (বিজয়) আস আস বলে ডাকতে শোনা যায়। এমইএস কলেজ ছাত্রলীগের নেতা পরিচয় দিয়ে চলতেন। ছাত্রলীগের কোনো পদ-পদবিতে ছিলেন না বলে জানা গেছে।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেন বলেন, বিজয় নামে কোনো ছাত্রলীগ নেতাকে গ্রেফতারের বিষয়টি আমার জানা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ