চাকরি না থাকার কারনে সানাই মাহবুব আমাকে বারবার ইগনোর করে। তোমার চাকরি আছে নাকি? এমন নানা ধরনের কথাবার্তা বলে। আমি তাকে আমার দিক থেকে সবসময়ই ভালো রাখার চেষ্টা করেছি প্রতিমাসে তাকে বাসা ভাড়াসহ বিভিন্ন খরচ পাঠিয়ে দেই, আমার স্ত্রীকে আমি যথেষ্ট মর্যাদা দেওয়ার চেষ্টা করি; এমন কথা বলছিলেন আলোচিত মডেল সুপ্রভা মাহবুব বিনতে সানাই মাহবুবের স্বামী আবু সালেহ মুসা।
বুধবার( ৬ জুলাই) সন্ধ্যার দিকে নীলফামারীর কিশোরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।
এ সময় আবু সালেহ মুসা আরও বলেন, সে আমার বিষয়ে যা বলেছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি কখনো সানাই মাহবুবের কাছে কোনদিন টাকা পয়সা নেইনি অথচ তাকে আমি বিভিন্ন ভাবে সহায়তা করি। আমার চাকরি চলে যাওয়ার কারনে আমি সমস্যার মধ্যে আছি, আমার মা বেতনের যে টাকা পান আমি সেখান তাকে মাসে সতেরো হাজার টাকা পাঠিয়ে দেই। কয়েকদিন আগে আমার বাবা মারা গেছেন এজন্য আমি মানসিকভাবে ভালো নেই। আমি ঢাকায় ছিলাম এখানে গ্রামের বাড়িতে একটু সমস্যা হওয়ার কারনে গত একমাস আগে আমি সেখান থেকে চলে আসি। এখানে এসে বাবা মারা যাওয়ার কারনে বিভিন্ন কাজ তার সঙ্গে আমার মা ভীষণ অসুস্থ, আমি ছাড়া তাকে দেখা শোনা করার কেউ নাই এজন্য এখানে থাকতে হচ্ছে। আমার সঙ্গে সানাই মাহবুবের প্রত্যেকদিন কথা হয়।
সে আমার বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের কথা বলেছে কিন্তু আমি কখনো তার শরীরে আঘাত করিনি। সে একটা চাকরি করে আমি কখনো তাকে চাকরি করতে দিতে চাইনি। তার অফিসে যেতে চাইছিলাম কিন্তু সে যেতে দেয়নি, উল্টো আমাকে ব্লাকমেইল করার চেষ্টা করেছে। সে সেলিব্রিটি আর আমি সাধারণ মানুষ, সে আমাকে একটা ভয় দেখাতো তার উপরে অনেক লোক আছে। সে শুধু এবারই না এর আগেও আমার নামে অনেকগুলো বদনাম করেছে। এগুলো আমার খুব কষ্ট লাগে।
আরও বলেন, আমি ব্রাক ব্যাংকে চাকরি করতাম পরে আমার চাকরিটা চলে গেছে সেটা চলে যাওয়ার পরে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছিলাম। সেসময়ে আমি গ্রাম থেকে টাকা নিয়ে ঢাকায় তার সঙ্গে ছিলাম ৷ আমি তাকে কিছুদিন আগে বলেছিলাম তুমি রংপুরে আসো আমরা এখানে বাসা ভাড়া নিয়ে থাকি, কিন্তু সে আসেনা। তার বিয়ের সময়ে তাকে আমি মোহরানা প্রায় ৪ লাখ টাকা দিয়েছি। আজকে যে যৌতূকের মামলা করেছে সেটা সম্পূর্ণ মিথ্যা। সে আমাকে বলে তোমার চাকরি আছে? মানুষের অভাব থাকতে পারে এজন্য কি নিজের স্বামীকে ছেড়ে যাবে, এটা কেমন কথা? আমি গ্রামে এসে সবকিছু ঠিক করার চেষ্টা করছি। সে যে ওখানে থাকে তাকে বাড়ি থেকে কিছু চাল ডাল দেওয়া হয় বাকি খরচ তাকে আমি করে দেই। চলতি মাসে আমি সমস্যার কারনে একটু কম দিয়েছি।
প্রসঙ্গত, আজ দুপুরে ঢাকায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে স্বামীর বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগ তুলে মামলা দায়ের করেন আলোচিত মডেল সুপ্রভা মাহবুব বিনতে সানাই মাহবুব।