শিরোনাম
রংপুরের গঙ্গাচড়ায় একটি অবৈধ বালু উত্তোলনস্থলের খননকৃত গর্ত থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করা যাবেনা- রংপুরে গয়েশ্বর চন্দ্র রায় লন্ডনে তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের একান্ত বৈঠক আবু সাঈদ হত্যার ভিডিও এআই দিয়ে বানানো : হাসিনার আইনজীবী চেয়ারম্যানের গাড়ির তেলের টাকা আত্মসাতের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে ৩৩ বছর নখ কাটেন না দিনাজপুরের ফুলবাড়ীর অরুণ আ. লীগকে ফিরিয়ে আনাই দিল্লির দোসরদের মিশন : ঢাবি শিবির সভাপতি নির্বাচনে ৪৭ হাজার কেন্দ্রে দেওয়া হবে বডি ক্যামেরা: স্বরাষ্ট্র উপদেষ্টা বেরোবি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীর জন্য ৭টি বাস ভাড়ার অনুমোদন নির্বাচনের আগে এসপি-ওসিদের বদলি হবে লটারির মাধ্যমে: স্বরাষ্ট্র উপদেষ্টা
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন

শিবির সভাপতি জাহিদুল-কে বুকে টেনে নিলেন ছাত্রদল সভাপতি, মাতলেন খুনসুটিতেও

ডেস্ক রিপোর্ট / ১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস রচিত হয়েছে। যার সমাপ্তি হয় ৫ আগস্ট তথা ৩৬ জুলাই। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকেই রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের জমায়েত হয়। পাশাপাশি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অতিথিদের জন্য নির্ধারিত স্থানে আসতে থাকেন বিভিন্ন ছাত্র সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা।

অতিথিদের নির্ধারিত আসনে উপস্থিত হন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম, প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। এ সময় তারা একে অপরের সঙ্গে খোশগল্প ও খুনসুটিতে মেতে উঠেন।

এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, নাছির উদ্দীন নাছির ও সাদিক কায়েম একে অপরের সঙ্গে কোলাকুলি করছেন এবং নাছির জাহিদুল ইসলামের সঙ্গে হাত মেলান। এ সময় রাকিবুল ইসলাম রাকিব তাদের উদ্দেশ্যে করে কথা বলার পরই সবাই হাসাহাসি শুরু করেন।

এরপরই শিবির সভাপতি জাহিদুল ইসলাম ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে চেয়ারে বসতে নিমন্ত্রণ করেন এবং ছাত্রদল সভাপতিও শিবির সভাপতিকে বসতে নিমন্ত্রণ করেন। পরে ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির জাহিদুল ইসলামকে চেয়ারে বসিয়ে দিয়ে নিজেও চেয়ারে বসেন।

বিভিন্ন ক্যাপশন লিখে ভিডিওটি ফেসবুকের ওয়ালে শেয়ার করছেন নেটিজনরা। ফেসবুকে মন্তব্যের ঘরে কেউ কেউ করছেন নানা মন্তব্য।

ভিডিওটির মন্তব্যের ঘরে আব্দুল মান্নান নামে একজন লেখেন, ‘এমন একটা রাজনৈতিক পরিবেশ দেখতে চায় জনগণ। আরে ভাই দেশটা তো সবার। দেশের কল্যাণে একে অপরের গঠনমূলক সমালোচনা করুন কিন্তু পূর্বের ইতিহাস টেনে আর বিভেদ সৃষ্টি করেন না। ইনশাআল্লাহ আপনারা একত্রে থাকলে দেশ ও দেশের জনগণ ভালো থাকবে। আপনাদের জন্য দুআ র‌ইল।’

জুয়েল চৌধুরি নামে একজন লেখেন, ‘যে যেকোনো দল করতে পারে কিন্তু একসাথে থাকাটাই জরুরি।’ আব্দুল মালেক নামে একজন মন্তব্যে ঘরে লেখেন, ‘এমন সৌহার্দ্যপূর্ণ সহঅবস্থানের রাজনীতিই চাই আমরা।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ