জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগস্ট ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি পালনে কিশোরগঞ্জ উপজেলা বিএনপি,অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সংক্ষিপ্ত আলোচনা সভা ও বিজয় র্যালি করা হয়।
মঙ্গলবার ৪ টার সময় কিশোরগঞ্জ মিনি স্টেডিয়ামে বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা আসতে থাকে উপস্হিতি লক্ষণীয় পর্যায়ে গেলে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, চেয়ারপারসনের উপদেষ্টা কণ্ঠশিল্পী বেবী নাজনীন,সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার,কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সিঃ সভাপতি বিলকিস ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাঃ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, তাঁতী দলের আহবায়ক রহিদুল ইসলাম।
উপস্হিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি মাহমুদুল হক টিপু, সাঃ সম্পাদক আঃ সালাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহ আলম বাবু, সদস্য সচিব দেবাশীষ রায়, কৃষক দলের সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ, সাঃ সম্পাদক মোরশেদুল ইসলাম,মহিলা দলের সভাপতি নাজমা আক্তার, সাঃ সম্পাদক আফরোজা আক্তার,ছাএদলের ভারপ্রাপ্ত আহবায়ক জোবায়েদ ইবনে রুবেল, সদস্য সচিব রাসেল প্রামানিক সহ উপজেলা ও ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত আলোচনা শেষে কিশোরগঞ্জ মিনি স্টেডিয়ামের ফটক থেকে বিশাল বিজয় র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।