দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগকে নষ্ট করে দিতে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
সোমবার (৪ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে যুবদল আয়োজিত যুব-সমাবেশে তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এখন সুবর্ণ সুযোগ। কিন্তু এই সুযোগ নষ্ট করার জন্য সরকারের ভেতরে-বাইরে নানা ষড়যন্ত্র চলছে। কয়েকটা বাচ্চা ছেলের মুখের কথায় মনে হচ্ছে, তারা যা বলবে আমরা তাই করব। এরা মানুষকে মানুষ মনে করে না।
বিএনপির বিরুদ্ধে রাজনৈতিক অপপ্রচার চালানোর কথা উল্লেখ করে তিনি আরও বলেন, বিএনপি ও তারেক রহমানকে নিয়ে যে স্লোগান দেয়া হয়েছে, তা কোনো রাজনৈতিক স্লোগান নয়, ঐক্যের স্লোগান নয়। আপনারা বলছেন এক ফ্যাসিবাদকে তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ আনতে চাই না। কিন্তু আপনাদের বয়স, অভিজ্ঞতা দেখে মনে হয় না, এসব কথা আপনাদের মাথা থেকে আসছে। অন্য কেউ আপনাদের প্ররোচিত করেছে।
আরও বলেন, জুলাই-আগস্ট না হলে, আরেক মাস আ’ন্দো’লন করে হয়তো সরকার ফেলে দিতো বিএনপি।
এ সময় আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দেয়ার নাটক সাজানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।