গঙ্গাচড়ার হিন্দুপল্লিতে হামলার ঘটনায় উসকানির অভিযোগে গ্রেপ্তার সাংবাদিক হাবিবুর রহমান সেলিমকে দুই দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। আজ সোমবার (৫ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে গঙ্গাচড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক কৃষ্ণ কমল রায় এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গঙ্গাচড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গ্রেপ্তার হওয়া হাবিবুর রহমান সেলিম রংপুর থেকে প্রকাশিত দৈনিক যুগের আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক। গত শনিবার (৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রংপুর সদরের হরিদেবপুর ইউনিয়নের গোকুলপুর চওড়াপাড়া এলাকার নিজ বাড়ি থেকে সেনাবাহিনী তাঁকে আটক করে। পরে তাঁকে গঙ্গাচড়া থানায় সোপর্দ করে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
কোর্ট ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তার সাংবাদিককে আদালতে তোলা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা গঙ্গাচড়া থানার ওসি আল এমরান ৫ দিনের রিমান্ড আবেদন করেন শুনানি শেষে আদালতের বিচারক কৃষ্ণ কমল রায় দুই দিনের মঞ্জুর করেন।
পুলিশ জানায়, গত ২৬ জুলাই ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তির অভিযোগে আলদাদপুর ছয়আনি বালাপাড়া এলাকার এক হিন্দু কিশোরকে গ্রেপ্তার করা হয়। ওই ঘটনার জেরে ওই রাতেই কিশোরের এক আত্মীয়ের বাড়িতে হামলা চালানো হয়।
উল্লেখ্য যে, এ মামলায় এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে পাঁচজনের দুই দিনের রিমান্ড এরই মধ্যে মঞ্জুর হয়েছে। এবার ষষ্ঠ গ্রেপ্তার হাবিবুর রহমান সেলিমকেও রিমান্ডে পেল পুলিশ।