শিরোনাম
নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা, সাদা শাপলা ও লাল শাপলা চাইলো এনসিপি মশিউর রহমান রাঙ্গাসহ সাবেক দুই এমপির দেশত্যাগে নিষেধাজ্ঞা রেলপথে নাশকতার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান রেলওয়ের শিবির জনশক্তি দিয়েছে, ছাত্রদল প্রতিরোধ করেছে: মাহফুজ আলম ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ৫ আগস্ট চূড়ান্ত বিজয়: রাষ্ট্রপতি আসুন এমন বাংলাদেশ গড়ে তুলি, যেখানে আর কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না: প্রধান উপদেষ্টা বেরোবিতে ছাত্রীকে যৌন হয়রানি; শিক্ষক রশীদুল ইসলামকে বরখাস্ত রংপুরে হিন্দুপাড়ায় উস্কানী দেয়ার অভিযোগ দুই দিনের রিমান্ডে সাংবাদিক সেলিম আদালতের ৫ তলায় যেতে লিফটে উঠতে চাইলেন ইনু-পলক দাম কমলো হার্টের রিংয়ের; স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ১০:৪১ অপরাহ্ন

আদালতের ৫ তলায় যেতে লিফটে উঠতে চাইলেন ইনু-পলক

ডেস্ক রিপোর্ট / ১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

শিক্ষার্থী মাহাদী হাসান পান্থকে হত্যার অভিযোগে কদমতলী থানার মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন হাজতখানা থেকে সকাল ১০টা ১৫ মিনিটে আদালতে তোলার জন্য তাদেরকে বের করা হয়। এসময় তাদের গায়ে বুলেট প্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট ছিল। এসময় ৫ তলায় তাদেরকে উঠানো হবে শুনে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও জুনায়েদ আহমেদ পলক লিফটে উঠতে চান।

সিঁড়ি দিয়ে উঠানোর সময় সাবেক মন্ত্রী ইনু বলেন, আমার হার্টে সমস্যা। সিঁড়ি দিয়ে উঠতে পারবো না।

পরে পায়ে হেঁটে সিঁড়ি দিয়ে ৩ তলায় উঠার পর জুনায়েদ আহমেদ পলক ও ইনু দাঁড়িয়ে যান। এরপর চার তলায় উঠার পর তারা আবার দাঁড়িয়ে বিশ্রাম নিতে থাকেন। এসময় পুলিশ সদস্যরা তাদের ঘিরে রাখেন এবং সিঁড়িতে আরও নিরাপত্তা জোরদার করে তাদেরকে ঘিরে রাখেন।

পরে প্রায় ১ মিনিট এর বেশি বিশ্রাম নেয়ার পর তারা পুনরায় হেঁটে ৫ তলায় সকাল ১০টা ২৩ মিনিটে আদালতের কাঠগড়ায় উঠেন। এসময় পুলিশ সদস্যরা তাদের বুলেট প্রুফ জ্যাকেট, হাতের হাতকড়া ও হেলমেট খুলে দেন। এসময় হাসানুল হক ইনু ও পলক তাদের আইনজীবীর সঙ্গে কথা বলতে থাকেন। কথা বলার এক পর্যায়ে পলক তাদের পারিবারিক বিষয়ে জিজ্ঞাসা করেন। তারা জানান, সবাই ভালো আছে। ঠিকঠাক চলছে। এসময় পলক তার আরেক আইনজীবীর নিকট এলাকার মুরব্বিদের খোঁজ নেন। এসময় একজন পুলিশ সদস্য পলককে বলেন, এত কথা বলা যাবে না। এখনই কোর্ট শুরু হবে। তখন পলক রেগে গিয়ে বলেন, আপনি কে? আপনার পরিচয় কি? তখন পুলিশ সদস্য পলককে শান্ত করেন।

এরপরই পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি তার ব্যাকপেইনের বিষয়ে জিজ্ঞাসা করেন। পলক বলেন, ব্যাকপেইনের ব্যথা প্রচুর। কারাগারে থেরাপি নেয়া হয়নি।

এদিকে আদালতে উঠানোর পরে শুরুতেই বেশ কাহিল দেখা যায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে। এসময় তিনি তার আইনজীবী ও আত্মীয়র সঙ্গে কথা বলেন।

তবে এদিন কোনো আইনজীবীর সঙ্গে কাঠগড়ায় দাঁড়িয়ে কোনো কথা বলতে দেখা যায়নি রাশেদ খান মেননকে।

এরপরই সকাল ১০টা ৪০ মিনিটে আদালতে বিচারক উপস্থিত হন। এসময় রাজধানীর কদমতলী থানার শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তারের আবেদন করেন পুলিশ। আদালত শুনানি শেষে তাদের গ্রেপ্তারের আবেদন মঞ্জুর করেন এবং সকাল ১০টা ৪২ মিনিটে বিচারক এজলাস ত্যাগ করেন।

এসময় আদালত শেষে হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক ও রাশেদ খান মেননকে ৫ তলা থেকে সিঁড়ির পরিবর্তে লিফটে নামানো হয়। এসময় সাংবাদিকরা তাদেরকে একাধিক প্রশ্ন করলেও কোনো কথা বলেনি তারা। পরে দ্রুত গতিতে কঠোর পুলিশি নিরাপত্তায় তাদেরকে হাজতে ঢোকানো হয়।

শিক্ষার্থী হত্যা মামলার সূত্রে জানা যায়, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই রাজধানীর কদমতলী থানাধীন এলাকায় তোলারাম কলেজের এইচএসসি পরীক্ষার্থী মাহাদী হাসান পান্থ আন্দোলনে অংশ নেন। ঘটনার দিন বিকাল ৪টায় আসামিদের ছোঁড়া গুলি তার মুখের সামনের অংশ দিয়ে ঢুকে মাথার পেছন দিয়ে বেরিয়ে যায়।

এ ঘটনায় গত ৮ নভেম্বর কদমতলী থানায় মামলা হয়। এ মামলায় রাশেদ মেনন ৭ নম্বর, ইনু ৮ ও পলকে ৯ নম্বর এজাহারনামীয় আসামি করা হয়। এর আগে গত বছরের ১৪ আগস্ট রাতে পলককে গ্রেপ্তার করা হয়। ২২ আগস্ট রাশেদ খান মেননকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ২৬ আগস্ট হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ