নীলফামারীর ডোমারে বিএনপির এমপি প্রার্থীর গাড়িতে হামলার মামলায় আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৪ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে ভোরে নিজ নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— চান্দখানা মাস্টারপাড়া এলাকার মৃত আব্দুল মিজিদ বসুনিয়ার ছেলে কেতকীবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম (৬৭), জোড়াবাড়ী সেক্রেটারীপাড়া এলাকার মৃত জতিন্দ্রনাথ রায়ের ছেলে ইউপি সদস্য ও ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রমেশ চন্দ্র রায় (৫৫) এবং সোনারায় ইউনিয়নের জামিরবাড়ি শ্যামের ডাঙ্গা এলাকার বিমল চন্দ্রের ছেলে ও স্বেচ্ছাসেবক লীগের ৬ নম্বর ওয়ার্ড সম্পাদক বিকাশ চন্দ্র (৩২)।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত এক এমপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত গাড়িতে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। রাজনৈতিক অঙ্গনে এ ঘটনাকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।