শিরোনাম
কিশোরগঞ্জ উপজেলায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি  পালনে বিএনপির বিজয় র‍্যালি  ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সিইসির কাছে চিঠি পাঠাব: প্রধান উপদেষ্টা ৫ আগষ্ট গণঅভ্যুত্থান দিবসে কাউনিয়ায় বিএনপির বিজয় মিছিল শেখ পরিবার এবং আওয়ামী লীগ কর্মীরা একঝাঁক কাপুরুষ: প্রেস সচিব সুষ্ঠু নির্বাচন হলে তারেক রহমানই হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী: সাবেক এমপি শাহারিন তুহিন জামায়াত সুযোগ পেলে ৫৪ বছরের ইতিহাসই বদলে দেবে : ডা. তাহের বাংলাদেশের মাটি কখনোই ভারতবিরোধী কাজে ব্যবহার হবে না: দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে বৃষ্টি; ‘আল্লাহর রহমত’ বললেন প্রধান উপদেষ্টা জুলাই শহীদদের ‘জাতীয় বীর’ ঘোষণা করেছে সরকার ড. ইউনূসের পাঠকৃত জুলাই ঘোষণাপত্রে যা আছে
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন

৫ আগস্ট মানিক মিয়ায় দিনব্যাপী আয়োজন, বিকেলে ‘জুলাই ঘোষণাপত্র’; সংগীত পরিবেশন করবে রংপুরের টং- এর গান

আবু সায়েম, স্টাফ রিপোর্টার / ৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

আগামী ৫ই আগস্ট, ২০২৫ (২১ শ্রাবণ, ১৪৩২) মঙ্গলবার রাজধানী ঢাকার মানিক মিয়া এভিনিউতে ‘৭ই জুলাই উদযাপন’ উপলক্ষে দিনব্যাপী এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং বাংলাদেশ জাতীয় যাদুঘরের পৃষ্ঠপোষকতায় এই উৎসবমুখর আয়োজন অনুষ্ঠিত হবে।

পোস্টারে প্রকাশিত অনুষ্ঠানসূচি অনুযায়ী, সকাল ১১টা থেকে রাত পর্যন্ত চলবে নানা সাংস্কৃতিক পরিবেশনা ও আয়োজন। দিনের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে বিকেল ৫টায় পাঠ করা হবে “ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র”।

অনুষ্ঠান শুরু হবে সকাল ১১টায় রংপুরের ‘টং এর গান’ দলের পরিবেশনার মাধ্যমে। এরপর মঞ্চে আসবে দেশের সাইমুম (সকাল ১১:২০) এবং কলরব শিল্পীগোষ্ঠী (সকাল ১১:৪০)। এনসিপির নাহিদ থাকবেন (দুপুর ১২:০৫) এবং তাপকি (দুপুর ১২:৩০)।

দুপুর ২:২৫ মিনিটে “ফ্যাসিস্ট এর পলায়ন উদযাপন” নামে একটি বিশেষ পর্ব অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে থাকছে দেশের শীর্ষস্থানীয় ব্যান্ডগুলোর পরিবেশনা। মঞ্চ মাতাবে সোলস (বিকাল ৩:৩০), ওয়ারফেজ (বিকাল ৪:০০) এবং আর্টসেল (রাত ৮:০০)। এছাড়াও সঙ্গীত পরিবেশন করবেন সায়ান, ইথুন বাবু ও মৌসুমী এবং এলিটা করিমের মতো জনপ্রিয় শিল্পীরা।

একটি বিশেষ সংযোজন হিসেবে সন্ধ্যা ৭:৩০ থেকে ৮:০০টা পর্যন্ত থাকছে “Do You Miss Me?” শিরোনামে একটি স্পেশাল ড্রোন ড্রামা, যেটি লিখেছেন ‘The Anonymous’।

আয়োজকরা জানিয়েছেন, মূল মঞ্চের বাইরেও মানিক মিয়া এভিনিউ জুড়ে দিনভর উৎসবমুখর নানা আয়োজন থাকবে। অনুষ্ঠান চলাকালে জোহর, আছর এবং মাগরিবের নামাজের জন্য বিরতি রাখা হয়েছে। এই আয়োজনটি ‘জুলাই বিপ্লবের যুদ্ধশিশুরা’ দ্বারা উপস্থাপিত হচ্ছে, যা অনুষ্ঠানটির প্রেক্ষাপটকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ