শরীয়তপুরের ভেদরগঞ্জে জুয়ার আসর থেকে আওয়ামী লীগ ও বিএনপির নেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের দুলারচর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কাঁচিকাটা ইউনিয়নের মৃত আবুল কাশেম দেওয়ানের ছেলে ও ইউনিয়ন শ্রমিক লীগের সদস্য শফি দেওয়ান (৫৩), মৃত ইদ্রিস আলী দেওয়ানের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা দাদন দেওয়ান (৫০), সোবাহান মল্লিকের ছেলে ও কাঁচিকাটা ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জিতু মল্লিক (৫০), চরভাগা ঢালী কান্দি এলাকার আব্দুর রব সরকারের ছেলে ও ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আল আমিন সরকার (৪৮)।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে দুলারচর এলাকায় একটি প্রভাবশালী চক্র নিয়মিত জুয়ার বোর্ড চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ‘প্রকাশ্যে জুয়া খেলার’ অভিযোগে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুল হক বলেন, জুয়ার অভিযোগে চারজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। সমাজ থেকে জুয়া নির্মূল করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।