শিক্ষার মানোন্নয়ন এবং প্রাথমিক বিদ্যালয়ের সমস্যা সমাধানে একযোগে কাজ করার প্রত্যয় নিয়ে মিঠাপুকুরে প্রাথমিক শিক্ষক সমিতি ও সাংবাদিকদের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) সকালে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মিঠাপুকুর উপজেলা শাখার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি মো. শহীদুল ইসলাম (সাধন)-এর সভাপতিত্বে এই সভায় উপস্থিত ছিলেন মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখ সাদি সরকার, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপুলসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য এবং শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
সভায় বক্তারা শিক্ষক সমাজ এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও মতবিনিময়ের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা সাংবাদিকতার মাধ্যমে শিক্ষা খাতের উন্নয়ন এবং সমাজের অগ্রগতিতে ভূমিকা রাখার ওপর জোর দেন। এ ছাড়া মিঠাপুকুরের প্রাথমিক বিদ্যালয়গুলোর নানা সমস্যা ও তার সমাধানের উপায় নিয়ে খোলামেলা আলোচনা করা হয়।
মিঠাপুকুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপুল বলেন, ‘আমরা সব সময় মিঠাপুকুরের শিক্ষার মান উন্নয়ন চাই এবং আমরা আপনাদের পাশে আছি।’
শিক্ষক সমিতির সভাপতি মো. শহীদুল ইসলাম (সাধন) বলেন, ‘আপনাদের সংবাদের মাধ্যমে আমরা যে সকল সমস্যা জানতে পারি, সেগুলোর সমাধান করার চেষ্টা করি।’
এই মতবিনিময় সভাটি উভয় পেশাজীবী গোষ্ঠীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।