জুলাইকে নিয়ে এনসিপির অপরাজনীতি ও জুলাই বিক্রি বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন জুলাই সনদের জন্য শাহবাগে আন্দোলন করা জুলাই যোদ্ধা নেতা মাসুদ রানা সৌরভ।
শুক্রবার (১ আগস্ট) রাত সাড়ে ৮টায় রাজু ভাস্কর্যের পাদদেশে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মাসুদ বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক দলের জন্য আন্দোলন করিনি। আমরা আন্দোলন করেছিলাম কিংবা জুলাই হয়েছিল বলেই এনসিপি সৃষ্টি হয়েছে। কিন্তু আমরা তিন তারিখের তাদের প্রোগ্রামে যাব না বলেছি বলেই আমাদের ভুয়া ভুয়া বলে শাহবাগ থেকে তাড়িয়ে দিয়েছে।’
তিনি বলেন, ‘আমাদের সবার কাছে সরকার থেকে দেওয়া জুলাই যোদ্ধা কার্ড আছে। কিন্তু তারা আমাদের ভুয়া ভুয়া বলে শাহবাগে পুলিশ দিয়ে পিটিয়েছে। জুলাইয়ের সব ক্রেডিট নিতে চাচ্ছে তারা। অথচ এ আন্দোলন ছিল সর্বসাধারণের।’
মাসুদ আরও বলেন, ‘এনসিপিকে আমরা বলে দিতে চাই, জুলাই নিয়ে কোনো রাজনীতি করা যাবে না। এই অপরাজনীতি ও জুলাইকে বিক্রি করা বন্ধ করতে হবে।’