শিরোনাম
তিস্তা সেতুর উদ্বোধন আগামী ২৫ আগস্ট রায়েরবাজার কবরস্থানে শহীদদের কবরে নিম্নমানের ইট দেখে ক্ষোভ প্রকাশ করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা চাঁদা চেয়ে ‘কিলার গ্যাংয়ের’ চিঠি, বিএনপির নেতাসহ গ্রেফতার ৫ জুলাই নিহত শনাক্তে রায়েরবাজার গণকবরের ১১৪টি মরদেহ তোলার সিদ্ধান্ত ৫ আগস্ট বিকেলে সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন: প্রেস সচিব জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন শুধু চাঁদাবাজি নয়; মাদকের ভয়াবহ সিণ্ডিকেটের সাথে জড়িত ছিলেন সাবেক সমন্বয়করা জামায়াতে ইসলামী ইসলামের নামে মানুষের সঙ্গে ধোঁকাবাজি করে: তাহের সুমন খানসামায় একই পরিবারে দুই প্রতিবন্ধী; বৃদ্ধ বাবা-মায়ের মানবেতর জীবন ফিরে দেখা ২ আগষ্ট; রংপুরে আন্দোলনে একসাথে নেমেছিলেন শিক্ষক-অভিভাবকেরা
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৩:৩৪ অপরাহ্ন

বৈষম্যবিরোধীর সদস্য পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন যুবক

ডেস্ক রিপোর্ট / ১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য’ পরিচয়ে চাঁদা দাবি ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ৪ যুবকের বিরুদ্ধে। পরে স্থানীয়দের হাতে ধরা পড়ে গণপিটুনির শিকার একজনকে পুলিশে সোপর্দ করা হয়।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে শহরের স্বরূপনগর মহল্লায় একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

আটককৃত যুবকের নাম সোহেল রানা (২৩)। তিনি চাঁপাইনবাবগঞ্জ শহরের নয়াগোলা মহল্লার বাসিন্দা।

এ বিষয়ে জানা গেছে, ঘটনার সময় বাড়ির দুই নারীকে মারধর করা হয়। পরে তাদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগী পরিবারের সদস্য ও পুলিশ সূত্রে জানা গেছে, অবসরপ্রাপ্ত সেনা সদস্য লিয়াকত আলীর বাড়িতে কলিং বেল চেপে প্রবেশ করে ৪ যুবক। নিজেদের ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ সদস্য পরিচয় দিয়ে তারা বাল্যবিয়ে হচ্ছে বলে অভিযোগ তোলে এবং বাড়ির লোকজনকে ভয় দেখিয়ে চাঁদা দাবি করে। এ সময় দুই নারীর গলা থেকে দুটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় তারা। বাড়ির লোকজনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে সোহেল রানাকে ধরে ফেলে এবং গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। তবে তার তিন সহযোগী পালিয়ে যায়।

ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সেনা সদস্য লিয়াকত আলী বলেন, শুক্রবার (১ আগস্ট) আমার মেয়েকে ছেলেপক্ষের লোকজন দেখতে আসার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার রাতে হঠাৎ ৪ যুবক এসে বাল্যবিয়ের অভিযোগ তোলে। তারা নিজেদের স্থানীয় বলে পরিচয় দিয়ে বিয়ের জন্য অর্থ দাবি করে। এতে আমার সন্দেহ হয়।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়ে একটি বাড়িতে প্রবেশ করে চাঁদা দাবি ও ছিনতাইয়ের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ