শিরোনাম
প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা বিএনপি নেতা পঞ্চগড়ে ৯ জনকে পুশ ইন করল বিএসএফ ঠাকুরগাঁওয়ে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার ৫ আগস্টের মধ্যে ঘোষিত হবে জুলাই ঘোষণাপত্র : মাহফুজ প্রয়োজনে আরও ১৭ বছর আন্দোলন করবে বিএনপি: মির্জা আব্বাস লালমনিরহাটে ইউএনওর স্বাক্ষর স্ক্যান করে দুর্নীতি; জামায়াত নেতাকে শোকজ দিনাজপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীদের মিছিলের চেষ্টা, ২ জন গ্রেপ্তার রংপুর কমিউনিটি মেডিকেলে এক মাসে ১০০টি সফল হার্ট অপারেশন সম্পন্ন এনসিপির অপরাজনীতি ও জুলাই বিক্রি বন্ধ করতে হবে : মাসুদ ৩ কোটি টাকা বিলের তদবির করতে গিয়ে বৈষম্যবিরোধীর দুই ছাত্রনেতা আটক
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৯:৩৭ পূর্বাহ্ন

রংপুরের গংগাচড়ার চাঞ্চল্যকর গনধর্ষণের পর গৃহবধূর আত্মহত্যা: র‍্যাবের অভিযানে গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

র‍্যাব-১৩ এবং র‍্যাব-১ এর যৌথ অভিযানে রংপুর জেলার গংগাচড়া থানার চাঞ্চল্যকর গনধর্ষণের পরে গৃহবধূর আত্মহত্যার ঘটনায় এজাহারনামীয় আসামী গ্রেফতার।

বাংলাদেশ আমার অহংকার, এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্সেস র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

বাদী কর্তৃক দায়েরকৃত এজাহারসূত্রে জানা যায় যে, গত ৯/৬/২০২৫ খ্রিঃ তারিখ বেলা অনুমান ১২:৩০ ঘটিকায় ভিকটিম রান্নার জন্য পাটশাক সংগ্রহের জন্য তার শ্বশুরবাড়ি থেকে অনুমান ১০০ গজ দূরে পাটক্ষেতে গেলে সেখানে ধৃত আসামীসহ এজাহারে বর্ণিত অন্যান্য আসামীরা মিলে ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক গণধর্ষণ করে ও ধর্ষণের ভিডিও তাদের ব্যবহৃত মোবাইল দিয়ে ধারণ করে এবং আসামীগণ উক্ত ঘটনার বিষয়ে কাউকে না জানানোর জন্য ভিকটিমকে জীবননাশের হুমকিসহ ভয়-ভীতি প্রদর্শন করে। চক্ষুলজ্জার ভয়ে ভিকটিম উক্ত ঘটনার বিষয়টি গোপন রাখলে আসামীগণ বিভিন্ন সময়ে ভিকটিমকে দৈহিক সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য কু-প্রস্তাব দিত। এরই একপর্যায়ে গত ০৭/০৭/২০২৫ খিঃ তারিখ রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় ৫নং আসামী (ভিকটিমের শশুর) স্থানীয় গণ্যমান্য লোকজন ও চৌকিদারকে নিয়ে তার বাড়িতে উঠান বৈঠকের আয়োজন করে এবং উঠান বৈঠকে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ কোন প্রকার সিদ্ধান্ত প্রদানে ব্যর্থ হন। অতঃপর ৫ নং আসামী ভিকটিমকে অকথ্য ভাষায় গালাগালি ও আত্মহত্যা করার কথা বলে। এরইপ্রেক্ষিতে গত ০৮/০৭/২০২৫ খিঃ তারিখ ৫ নং আসামী তার পূর্ব দুয়ারী টিনশেড শয়নঘরে ভিকটিমকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে এবং ভিকটিমের হাতের মুঠোয় কিছু ট্যাবলেট দেখতে পায়। পরবর্তীতে ভিকটিমকে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে সকাল অনুমান ০৮:৪০ ঘটিকায় ভিকটিম মৃত্যুবরণ করে। পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে গঙ্গাচড়া থানায় ধর্ষণ,পর্নোগ্রাফীসহ আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেন। যার মামলা নং-০৯/২২২, তারিখ-০৯/০৭/২০২৫ খ্রিঃ, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এর ৯(৩) তৎসহ পর্নোগ্রাফী নিয়ন্ত্রন আইন ২০১২ এর ৮(১), ৮(২) তৎসহ ৩০৬ পেনাল কোড ১৮৬০।

বিষয়টি নিয়ে প্রিন্ট, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সদর কোম্পানী এবং র‌্যাব-১, ব্যাটালিয়ন সদর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল ইং ৩০/০৭/২০২৫ তারিখ সন্ধ্যা ০৬.৫০ ঘটিকার সময় ডিএমপি ঢাকার উত্তরা পূর্ব থানাধীন সেক্টর-৪, হাউজ নং-১৩, রোড নং-৮ আলামিন কফিশপের সামনে পাকা রাস্তার উপর হতে অভিযান পরিচালনা করে রংপুর জেলার গংগাচড়া থানার বর্ণিত মামলার পলাতক আসামী মোঃ জুয়েল মিয়া (২২), পিতা-মোঃ আবুল কালম, সাং-পূর্ব রমানান্ত, গাউছিয়া বাজার (গজঘন্টা), থানা-গংগাচড়া, জেলা-রংপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ