শিরোনাম
৫ আগস্টের মধ্যে ঘোষিত হবে জুলাই ঘোষণাপত্র : মাহফুজ প্রয়োজনে আরও ১৭ বছর আন্দোলন করবে বিএনপি: মির্জা আব্বাস লালমনিরহাটে ইউএনওর স্বাক্ষর স্ক্যান করে দুর্নীতি; জামায়াত নেতাকে শোকজ দিনাজপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীদের মিছিলের চেষ্টা, ২ জন গ্রেপ্তার রংপুর কমিউনিটি মেডিকেলে এক মাসে ১০০টি সফল হার্ট অপারেশন সম্পন্ন এনসিপির অপরাজনীতি ও জুলাই বিক্রি বন্ধ করতে হবে : মাসুদ ৩ কোটি টাকা বিলের তদবির করতে গিয়ে বৈষম্যবিরোধীর দুই ছাত্রনেতা আটক মিঠাপুকুরে বাক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ: আসামি পলাতক কাউনিয়ায় অর্ধ-বার্ষিক পরীক্ষায় ফেল করায় স্কুল ছাত্রীর আত্মহত্যা!  আ. লীগকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে পারলে ফ্যাসিবাদ থেকে মুক্তি মিলবে
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন

ছাত্রশিবিরকে পড়াশোনায় আরও মনোযোগী-পরিশ্রমী হতে হবে: জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট / ১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

ছাত্রশিবিরের শাখা দায়িত্বশীলদের নিয়ে দুই দিনব্যাপী লিডারশিপ ট্রেনিং ক্যাম্প-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ২৮ ও ২৯ জুলাই রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান ছাত্রশিবিরের দায়িত্বশীলদের উদ্দেশে বলেন, ছাত্রশিবিরকে ছাত্রসমাজ ভালোবাসে। তাদের এই ভালোবাসার যথাযথ মূল্যায়ন করতে হবে। একাডেমিক পড়াশোনায় মনোযোগী হতে হবে। সাহসী ও পরিশ্রমী হতে হবে, যেন ছাত্রসমাজের আশা-আকাঙ্ক্ষা পূরণ করা যায়।

তিনি বলেন, স্বৈরাচারী শাসনামলে ১৫ বছরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ছাত্রশিবির। তাদের লেখাপড়া, মানসিক বিকাশ, জীবনযাপন কোনোটাই স্বাভাবিকভাবে করতে পারেনি। ডা. শফিকুর রহমান বলেন, ইসলামের ইতিহাসে আগেও অপপ্রচার ছিল, এখনো একটি গোষ্ঠী অপপ্রচারে লিপ্ত। আমরা সব অপপ্রচারের জবাব গঠনমূলক কাজের মাধ্যমে দেব। যারা অপপ্রচার করছে, তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।

দুদিনব্যাপী অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর, ব্রেইনস্টর্মিং সেশন, সংগঠন সম্প্রসারণ ও মজবুতি অর্জন, জনশক্তি ব্যবস্থাপনা, দক্ষ নেতৃত্ব তৈরি, লিডারশিপ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, অফিস ম্যানেজমেন্ট, দেশীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক অবস্থা পর্যালোচনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সমাপনী অধিবেশনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, আমরা সবার বাংলাদেশ গড়তে চাই। সেজন্য আমাদের সবার হয়ে উঠতে হবে। আমাদের পথচলায় যেন আদর্শের প্রতিফলন ঘটে, সেদিকে খেয়াল রাখতে হবে। সংগঠনের সামগ্রিক তৎপরতায় আমানতদারিতার পরিচয় দিতে হবে।

তিনি দায়িত্বশীলদের বিশ্বমানের নেতৃত্ব হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের প্রতিষ্ঠাকালীন সভাপতি এটিএম আজহারুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান, সাবেক সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ সেলিম উদ্দিন, অ্যাডভোকেট আতিকুর রহমান, ইয়াছিন আরাফাত, পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম, সালাহউদ্দিন আইয়ুবী, মঞ্জুরুল ইসলাম, শিক্ষাবিদ ড. মোহাম্মদ আসাদুল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ