শিরোনাম
জয় বাংলা’ স্লোগান বাংলাদেশের, ভারতে চলবে না: শুভেন্দু অধিকারী বৈষম্যবিরোধীর সদস্য পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন যুবক শাপলা বিলে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যু সেনাসদস্যের বিরুদ্ধে আ.লীগ কর্মীদের প্রশিক্ষণের অভিযোগ:প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি; আরেক ছাত্রনেতা জানে আলম অপু গ্রেপ্তার ইন্টারনেট একা একা বন্ধ হয়ে গেছে’ প্রদর্শনীতে হাসির খোরাক পলাশবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণে অনিয়মের তদন্ত অনুষ্ঠিত ৩ আগষ্টের সমাবেশের জন্য ট্রেন ভাড়া করল ছাত্রদল বিএনপি নেতার বিরুদ্ধে এইচএসসিতে প্রক্সি পরীক্ষা দেয়ার অভিযোগ ‎বিএনপির আহ্বায়ক কমিটিতে নিষিদ্ধ আ.লীগ সভাপতির নাম
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৫:৪১ অপরাহ্ন

আদালত চত্বরে আ’লীগ নেতাদের ডিম নিক্ষেপ করতে এসে পুলিশ হেফাজতে ছাত্রদলের পাঁচ নেতা

ডেস্ক রিপোর্ট / ৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের তিন আসামিকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ করার সময় জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেতাউর রহমানসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বুধবার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার সামনে এ ঘটনা ঘটে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জঙ্গিবিরোধী অভিযান ‘অপারেশন ঈগল হান্ট’ মামলায় শিবগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালাম, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ ও যুবলীগ নেতা আবু কালাম আজাদ জামিন আবেদন করেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা দায়রা জজ মিজানুর রহমান অতিরিক্ত জেলা দায়রা জজের কাছে এটি হস্তান্তর করেন। পরে শুনানি শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আসামির উপস্থিতিতে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সরেজমিন দেখা যায়, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাদের আসার খবর পেয়ে আদালত প্রাঙ্গণে জড়ো হতে থাকেন ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় আদালতের সামনে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। আদালতের হাজতখানা থেকে বের হওয়ার সময় ছাত্রদল কর্মীরা আসামিদের লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন।

এসময় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমানের উপস্থিতিতে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেতাউর রহমানসহ ৫-৬ জন নেতাকর্মীকে টেনেহিঁচড়ে মারধর করতে করতে আদালতের হাজতখানায় নিয়ে যায় পুলিশ। এসময় তাদের কিল,-ঘুসি, লাথিও মারে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান বলেন, পরিস্থিতি শান্ত করতে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। গ্রেফতার বা আটক করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ