শিরোনাম
হারাগাছ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রাজু আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। পীরগঞ্জে বিডি ক্লিনের উদ্যোগে হাসপাতালের ওয়াসরুম পরিষ্কার ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত প্রেমের টানে দিনাজপুরে আসলেন চীনা যুবক, চলছে বিয়ের প্রস্তুতি বাইকের চাকার কাদা গায়ে লাগায় মাইকে ঘোষণা দিয়ে মারামারি দুই গ্রামের এনসিপি যেন নৌকা মার্কা নিয়ে নির্বাচন করে, জিতে যাবে : মাহবুব কামাল ভারতে আটক হলেন ৫ বাংলাদেশি, নিজেদের আ. লীগ কর্মী ও পুলিশ সদস্য দাবি করলেন গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে কালীগঞ্জে মানববন্ধন ৩ দিনের সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা গাইবান্ধায় চাকরির জন্য টাকা নেয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, চাপের মুখে দিলেন ফেরত
সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন

বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

ডেস্ক নিউজ / ৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ স্যাটেলাইট -১’ (বিএস-১) করার উদ্যোগ গ্রহণ করছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড। এ ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে থাকা কয়েকটি স্থাপনার নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকারি এ প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকের এক সিদ্ধান্তে বলা হয়- ‘২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে জড়িত ব্যক্তিবর্গের নামে রাষ্ট্রীয় সংস্থা/প্রতিষ্ঠান ও স্থাপনার নামকরণ বাতিলের উদ্দেশ্যে উপদেষ্টা পরিষদ-বৈঠকের আলোচনা অনুযায়ী সকল মন্ত্রণালয়/বিভাগ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করিবে’।

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ স্যাটেলাইট -১’ (বিএস-১) করার বিষয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটি। এ ছাড়াও সজীব ওয়াজেদ উপগ্রহ ভূকেন্দ্র, গাজীপুর ও সজীব ওয়াজেদ উপগ্রহ ভূকেন্দ্র, বেতবুনিয়ার নাম পরিবর্তন করে প্রতিষ্ঠাকালীন নাম প্রাইমারি উপগ্রহ ভূকেন্দ্র, গাজীপুর ও সেকেন্ডারি উপগ্রহ ভূকেন্দ্ৰ, বেতবুনিয়া হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের মুখপাত্র ওমর হায়দার কালবেলাকে বলেন, উপদেষ্টা পরিষদের এক সিদ্ধান্তে নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে সেটা প্রজ্ঞাপন আকারে আসবে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ১১মে বাংলাদেশের এ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ