সরকারের কর্মযজ্ঞে শ্রমজীবীদের অংশগ্রহণ কোথায় প্রশ্ন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জুলাই-আগস্টে সরকারি চাকরির আশায় মানুষ রাজপথে নেমে জীবন দেয়নি। তারা গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আকাঙ্খায় রাস্তায় নেমেছিলেন। কয়েকজন মানুষের হাতে ক্ষমতা তুলে দিতে আন্দোলন হয়নি। ক্ষমতায় যারাই থাকুক, সরকার পরিচালনা করতে চাইলে নাগরিকদের কথা শুনতে হবে।
বুধবার (৩০ জুলাই) ঢাকার আশুলিয়ায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষ গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র-শ্রমিক-জনতার পরিবারের সম্মানে এক জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তারেক রহমান জানান, জনগণের কথা বলার নিশ্চয়তা দিতে নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি। রাষ্ট্র ক্ষমতায় গেলে জনগণের ইচ্ছার প্রাধান্য দেবে বিএনপি। কেননা জনগণকে দুর্বল রেখে কোনো কিছুই টেকশই হবে না।
অন্তর্বর্তী সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে অভিযোগ করে তিনি বলেন, সরকারের ভুল সিদ্ধান্তে গণতন্ত্রে উত্তোরণের পথ বাধাগ্রস্ত হতে পারে, এজন্য সরকারকে সতর্ক থাকতে হবে।
বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে শহীদ শ্রমজীবীদের সম্মানে বিশেষ স্থাপনা নির্মাণ করবে বলেও জানান তিনি।