শিরোনাম
শাহবাগে জুলাই যোদ্ধাদের ২ গ্রুপের সংঘর্ষ; পুলিশের লাঠিচার্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে চিকিৎসককে মারধর ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ সরকারি জমি দখল করতে গিয়ে জনতার রোষানলে পড়লেন এনসিপি নেতার বাবা রংপুর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ফুলু গ্রেপ্তার জয় বাংলা’ স্লোগান বাংলাদেশের, ভারতে চলবে না: শুভেন্দু অধিকারী বৈষম্যবিরোধীর সদস্য পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন যুবক শাপলা বিলে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যু সেনাসদস্যের বিরুদ্ধে আ.লীগ কর্মীদের প্রশিক্ষণের অভিযোগ:প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি; আরেক ছাত্রনেতা জানে আলম অপু গ্রেপ্তার ইন্টারনেট একা একা বন্ধ হয়ে গেছে’ প্রদর্শনীতে হাসির খোরাক
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন

বিএনপি কার্যালয়ের জন্য ঘর ভাড়া, ১ বছরের বকেয়া চাওয়ায় পিটিয়ে হত্যার অভিযোগ

ডেস্ক রিপোর্ট / ৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

নারায়ণগঞ্জের আড়াইহাজা‌রে ঘর ভাড়া দিয়ে ইউনিয়ন বিএনপির কার্যালয় নির্মাণ করেন দলটির স্থানীয় নেতারা। গত বছরের ৫ আগস্টের পর থেকে আর ভাড়া পরিশোধ করেননি নেতারা। বারবার ভাড়া পরিশোধের তাগাদা দিলেও তা দেওয়া হয়নি। বরং বকেয়া ভাড়া চাওয়ায় ঘর মালিক জাহাঙ্গীর হো‌সেনকে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

আজ বুধবার সকাল সা‌ড়ে ১১টার দি‌কে উপ‌জেলার মাহমুদপুর ইউনিয়‌নের সালমদী বাজা‌রে এ ঘটনা ঘ‌টে।

নিহ‌তের নাম জাহাঙ্গীর হো‌সেন (৫৮) ওই এলাকার তা‌লেব আলীর ছে‌লে। সালমদী বাজা‌রে তার ৪টি দোকান র‌য়ে‌ছে। তিনি পেশায় মুদি দোকানি ছিলেন।

নিহ‌তের ছে‌লে রা‌সেল মিয়া জানান, মাহমুদপুর ইউনিয়‌ন বিএন‌পির সা‌বেক সাধারণ সম্পাদক তোতা মিয়া প্রধান সালমদী বাজা‌রে তার বাবার কাছ থে‌কে বছ‌রে ৩০ হাজার টাকায় ৩‌টি দোকান ভাড়া নেন। এর এক‌টিতে বিএন‌পির কার্যালয় স্থাপন ক‌রেন। বা‌কি ২‌টি দোকা‌নের ভাড়া প‌রি‌শোধ কর‌লেও যে দোকান‌টি‌তে বিএন‌পির কার্যালয় ক‌রে‌ছেন সে‌টির ভাড়া প‌রি‌শোধ কর‌ছি‌লেন না।

বুধবার সকাল সা‌ড়ে ১১টার দি‌কে তার বাবা জাহাঙ্গীর হো‌সেন ভাড়া চাইতে বিএন‌পি কার্যাল‌য়ে তোতা মেম্বা‌রের কা‌ছে যান। তখন উভ‌য়ের ম‌ধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তোতা মিয়ার ছে‌লে খোকন মিয়া, রা‌সেল মিয়া, ভা‌তিজা সাদ্দাম হোসেন, আলম হোসেনসহ তার সহযোগীরা বিএনপি কার্যালয়ে পিটিয়ে আহত করে। এ সময় তার বাবা জ্ঞান হারিয়ে পড়ে যান। পরে পরিবারের লোকজন খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তার বাবাকে উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নি‌য়ে নেন। সেখানে কর্তব্যরত চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।

ঘটনার পর থে‌কে বিএন‌পি নেতা তোতা মেম্বার ও তার অনুসা‌রীরা আত্ম‌গোপ‌নে রয়েছেন। ফলে তোতা মিয়ার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম শিকারি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ এ ধরনের ঘটনা ঘটালে বিএনপি দায় নেবে না। অপরাধী যেই হোক তার শাস্তি হওয়া উচিত। বিএনপি অপরাধীদের প্রশ্রয় দেয় না।

আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া বলেন, বিএনপি কোনো অপরাধীকে আশ্রয়-প্রশ্রয় দেয় না। তার একটাই পরিচয় অপরাধী। দলের নাম ব্যবহার করে যদি কেউ অন্যায় করে তাহলে তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

আড়াইহাজার থানার ওসি না‌সির উদ্দিন ব‌লেন, এ ঘটনায় জ‌ড়িত‌দের গ্রেপ্তারে পু‌লিশ অভিযান শুরু ক‌রে‌ছে। তবে এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। দাফন শেষে মামলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ