শিরোনাম
শিশু আছিয়ার পরিবারকে দেওয়া প্রতিশ্রুতি পালন করল জামায়াত জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনী শীর্ষস্থানে: যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বাংলাদেশকে অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি দিতে চায় চীন আগামী সংসদে এনসিপির জয়জয়কার হবে: নাহিদ ইসলাম নিজেকে রাজনীতিমুক্ত ঘোষণা দেওয়া ছাত্রী পেলেন রাবির ছাত্রদলে পদ বিএনপির স্থাপিত অভিযোগ বাক্সে জমা পড়ল নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি-দখলদারিত্বের অভিযোগ বাংলাদেশের অবস্থা ভারতের চেয়ে ভালো, তারা কেন ভারতে আসবে?’ জামায়াত আমিরের হার্টে ব্লক, জরুরি সার্জারির সিদ্ধান্ত আদালত চত্বরে আ’লীগ নেতাদের ডিম নিক্ষেপ করতে এসে পুলিশ হেফাজতে ছাত্রদলের পাঁচ নেতা ‘আমি আধুনিক পুলিশ, সাংবাদিকদের ভয় করে চলি না’
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ন

বেরোবির ড. ওয়াজেদ ইন্সটিটিউটের নতুন নাম ‘ইন্সটিটিউট অব রিসার্চ এক্সিলেন্স’

মোঃ রুম্মানুল ইসলাম রাজ, বেরোবি / ২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) অধীনস্থ ড. ওয়াজেদ ইন্টারন্যাশনাল রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউটের নাম পরিবর্তন করে ‘ইন্সটিটিউট অব রিসার্চ এক্সিলেন্স’ করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে ১১৪তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। সিন্ডিকেটের অন্যান্য সদস্যবৃন্দও সভায় উপস্থিত ছিলেন।

সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত এ সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রমকে আরও মানসম্মত ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সমাদৃত করার লক্ষ্যই প্রতিফলিত হয়েছে বলে জানান উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। তিনি বলেন, “নতুন এ নামকরণ গবেষণার গুণগত মান বৃদ্ধির পাশাপাশি একটি আন্তর্জাতিক মানের গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠানটিকে গড়ে তুলবে।”

নতুন এ নামকরণের মাধ্যমে গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রমের গুণগত মান এবং আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছে, ‘ইন্সটিটিউট অব রিসার্চ এক্সিলেন্স’ নামটি ভবিষ্যতে একটি মানসম্পন্ন গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ