গাইবান্ধার সাদুল্লাপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে একটি মাইক্রোবাসের টায়ারের ভেতর থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে মাদক বহনকারী সাদা রঙের মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার ধাপেরহাট মহাসড়কের আন্ডারপাস এলাকায় এই অভিযান চালানো হয়।
গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তরুণ কুমার রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় পেছনের কাভারে থাকা অতিরিক্ত একটি চাকা খুলে এর ভেতর থেকে বিশেষভাবে লুকানো ১১ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় সাদুল্লাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মাদক উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।