শিরোনাম
গঙ্গাচড়ায় হিন্দু পল্লি পরিদর্শনে জামায়াতে ইসলামী; ক্ষতিগ্রস্তদের সহায়তা সামগ্রী বিতরণ ডিবি হারুনকে ‘জ্বীন’ বলে ডাকতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা বেরোবির ড. ওয়াজেদ ইন্সটিটিউটের নতুন নাম ‘ইন্সটিটিউট অব রিসার্চ এক্সিলেন্স’ বিমানবন্দর থেকে বের হতেই ডিবি পরিচয়ে লন্ডন প্রবাসীর মালামাল লুট রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক, ২০ লাখ টাকার এফডিআর উদ্ধার তিস্তায় পানি বাড়ছে, ডালিয়া বিপৎসীমায় রংপুরের গঙ্গাচড়ায় হিন্দুপাড়ায় হামলার ঘটনায় ১২’শ জনের বিরুদ্ধে মামলা কিশোরগঞ্জে ভিক্ষুক পেল মালামালসহ মনোহারি দোকান সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা তুষারের সহযোগীদের বিরুদ্ধে, ভিডিও ভাইরাল
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগ, রংপুরের এক যুবকসহ গ্রেপ্তার দুই

স্থানীয় রিপোর্ট / ৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার পাথরডুবী ইউনিয়নের ফুলকুমার নারিকেল তলা এলাকায় স্থানীয় জনতা তাঁদের ধরে পুলিশের হাতে তুলে দেয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: রংপুরের কামাল কাছনা এলাকার নিবাসী আবদুস সাত্তারের ছেলে মুশফিক বিন সাত্তার (৩২) ও ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের ফুলকুমার এলাকার খলিলুর রহমান (৫২)।

স্থানীয় বাসিন্দারা জানান, অভিযুক্ত ব্যক্তিরা আজ বিকেলে নারিকেল তলা এলাকার এক নারীকে চাকরির আশ্বাস দিয়ে তাঁর কাছ থেকে টাকা হাতিয়ে নিতে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করেন। তাঁদের আচরণ সন্দেহজনক মনে হলে এলাকাবাসী দুজনকে আটক করে থানা-পুলিশকে খবর দেন। ভূরুঙ্গামারী থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, রংপুরের এই মুশফিক বিন সাত্তার একজন প্রতারক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, এর আগে কখনো র‍্যাবের পোশাকে আবার কখনো ডিবি পরিচয়ে তিনি প্রতারণা করেছেন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, দুজনের বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়েছে। আগামীকাল তাদের কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ