শিরোনাম
এইচএসসি পরীক্ষার খাতায় ভুল রেজিস্ট্রেশন নম্বর লেখায় কলেজছাত্রীর আত্মহত্যা মিঠাপুকুরে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত ‘জুলাই হত্যার আসামিরা এখন ভিক্টিম, আর আমি ভিলেন’: আসিফ মাহমুদ গঙ্গাচড়ায় হিন্দুপাড়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে, শুরু হয়েছে ঘরবাড়ি মেরামতের কাজ টাঙ্গাইলে এনসিপির পদযাত্রা, নিরাপত্তায় ৯ শতাধিক পুলিশ সদস্য কালোজিরা: যার গুণাগুণ সম্পর্কে হাদিস ও বিজ্ঞান একমত চাঁদা না দেয়ায় ১০ দোকানে তালা, জামায়াত নেতা ও বিএনপির কর্মীসহ গ্রেপ্তার ৪ তেল বিক্রি করতে নিষেধাজ্ঞা, আইন উপেক্ষা করে মহাসড়কের পাশে বিক্রি  দেবীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন; দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা গাজীপুরে নিখোঁজ হওয়া নারীর মরদেহ ৩৬ ঘণ্টা পর উদ্ধার
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০২:১৮ অপরাহ্ন

পার্বতীপুরে চাঁদা তোলাকে কেন্দ্র করে যুবদল-এনসিপির সংঘর্ষে ছয়জন আহত

স্থানীয় রিপোর্ট / ২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন যুবদল ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার সকাল আটটার দিকে উপজেলার মোস্তফাপুর আমবাড়ী হাটে ঘটনার সূত্রপাত। এর বেলা ১১টার দিকে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন বলে দুই পক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে।

এনসিপির স্থানীয় নেতাদের দাবি, ইউনিয়ন যুবদলের হামলায় আমবাড়ী হাট ইজারাদার আনিসুর রহমানের প্রতিনিধি ও পার্বতীপুর উপজেলা এনসিপির সদস্য তারিকুল ইসলাম ও জোবায়দুল ইসলাম আহত হয়েছেন। মোস্তফাপুর ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে বলছে, এনসিপির হামলায় ইউনিয়ন যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি রিয়াজুল ইসলাম হাজি, সাধারণ সম্পাদক আবিদুর রহমান, ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুল হক আহত হয়েছেন।

উপজেলা এনসিপির সদস্য তারিকুল ইসলাম বলেন, ‘মোস্তফাপুর ইউনিয়ন যুবদল আমবাড়ী হাট থেকে প্রতি সপ্তাহে ৫০ হাজার টাকা দাবি করে। প্রতিবাদ করলে তারা ৪০-৫০ জন হামলা চালায়। এ সময় আমিসহ তিনজন ছিলাম, ওরা সংখ্যায় বেশি। এতে আমিসহ দুজন আহত হয়েছি। বর্তমানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আছি।’

অন্যদিকে মোস্তফাপুর ইউনিয়ন যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি রিয়াজুল ইসলাম হাজি দাবি করেন, ‘এনসিপির পার্বতীপুর উপজেলা শাখার নেতাদের হামলায় আমাদের অন্তত চার নেতা–কর্মী আহত হয়েছেন। ইতিমধ্যে তাঁরা চিকিৎসা নিয়েছেন।’

সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে পার্বতীপুরের আমবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আরিফ হোসেন বলেন, ভোর থেকে মোস্তফাপুর ইউনিয়ন যুবদল ও এনসিপির নেতা–কর্মীরা হাটের দুই পাশে অবস্থান নেন। উভয় পক্ষই মাঝেমধ্যে স্লোগান দিচ্ছিল। পরিস্থিতি সামাল দিতে উভয় পক্ষের মাঝখানে পুলিশ সদস্যরা অবস্থান নেন। দুই পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। এরপর বেলা ১১টার দিকে এনসিপির প্রতিনিধি তারিকুল ইসলাম ঘটনাস্থলে এলে স্থানীয় যুবদলের সদস্যদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। এই ঘটনায় উভয় পক্ষের ছয়জন আহত হয়েছেন।

স্থানীয় ও আমবাড়ী হাটের প্রত্যক্ষদর্শীরা জানান, আমবাড়ী হাটের ইজারাদার আনিসুর রহমানের প্রতিনিধি ও এনসিপির সদস্য তারিকুল ইসলাম সোমবার আটটার দিকে হাট পরিচালনা করছিলেন। সেখানে যুবদল নেতা আবিদুর রহমানের লোকজন এসে মুখোমুখি অবস্থান নেয়। বেলা ১১টার দিকে মারামারির ঘটনা ঘটে।এরপর বেলা একটার দিকে আমবাড়ী ডিগ্রি কলেজের ফটকের সামনে ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা–কর্মীরা আমবাড়ী হাটের ৫৫০ টাকার স্থলে ৬০০ টাকা ইজারামূল্য নেওয়াসহ চাঁদাবাজির প্রতিবাদে এনসিপির নেতা এবং হাট ইজারাদারের বিরুদ্ধে মানববন্ধন করেন। মানববন্ধনে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতা–কর্মী অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন মোস্তফাপুর ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক নাজমুল সাকিব, বিজ্ঞানবিষয়ক সম্পাদক শাকিল আহম্মেদ, ত্রাণবিষয়ক সম্পাদক ফেরদৌস মণ্ডল, যুবদল নেতা আলমগীর হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সম্পাদক আবু সাঈদ, মহিলা দলের ওয়ার্ড সভাপতি আদুরী বেগম প্রমুখ।

মোস্তফাপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবিদুর রহমান বলেন, ‘ইজারামূল্যের চেয়ে অতিরিক্ত টাকা গ্রহণ করছেন ইজারাদারের লোকজন ও এনসিপি সদস্য তারিকুল ইসলাম। হাটে গিয়ে বিষয়টি জানতে চাইলে ধাক্কা দিয়ে আমাকে অফিস ঘরে ঢুকিয়ে ফেলে। আমি একা থাকায় আমাকে এলোপাতাড়ি মারধর করে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ