শিরোনাম
মওলানা ভাসানী না থাকলে শেখ মুজিব তৈরি হতে পারতো না : নাহিদ ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তারে নেই পিবিআইয়ের অগ্রগতি, রাস্তায় বাবার আহাজারি  র‍্যাব-১৩ এর পৃথক অভিযানে ২৫৭ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার হাসিনা যে অপরাধ করেছে, একাত্তরে পাকিস্তানি সেনাবাহিনীও তা করে নাই: আসিফ নজরুল বিএনপি নেতার করা চাঁদাবাজির মামলায় আরেক বিএনপি নেতা গ্রেফতার এইচএসসি পরীক্ষার খাতায় ভুল রেজিস্ট্রেশন নম্বর লেখায় কলেজছাত্রীর আত্মহত্যা মিঠাপুকুরে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত ‘জুলাই হত্যার আসামিরা এখন ভিক্টিম, আর আমি ভিলেন’: আসিফ মাহমুদ গঙ্গাচড়ায় হিন্দুপাড়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে, শুরু হয়েছে ঘরবাড়ি মেরামতের কাজ টাঙ্গাইলে এনসিপির পদযাত্রা, নিরাপত্তায় ৯ শতাধিক পুলিশ সদস্য
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন

নিষিদ্ধ না করে নির্বাচন হলে জাতীয় পার্টি রূপে ফিরবে আ.লীগ: রাশেদ খাঁন

ডেস্ক রিপোর্ট / ১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করে আগামী নির্বাচন অনুষ্ঠিত হলে আওয়ামী লীগ জাতীয় পার্টি রূপে ফিরে আসবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। তিনি বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের কোনো সহযোগীও অংশ নিতে পারবে না।

সোমবার (২৮ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে দলের আয়–ব্যয় বিবরণী জমা দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রাশেদ খাঁন বলেন, জনগণের মধ্যে দ্বিধা আছে যে আওয়ামী লীগের নেতারা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি না। তবে এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন তাদের আশ্বস্ত করেছেন, আওয়ামী লীগের পদে থাকা কেউ স্বতন্ত্রভাবেও অংশগ্রহণ করতে পারবে না। তবে প্রধান নির্বাচন কমিশনারের কাছে গণ অধিকার পরিষদ জানতে চেয়েছে যে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে যারা সংসদ সদস্য ছিলেন, আওয়ামী লীগের কোনো পদে নেই, কিন্তু ফ্যাসিস্ট ব্যবস্থা কায়েমে কাজ করেছেন, তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন কি না।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন বলে জানিয়েছেন বলে জানান রাশেদ খাঁন। তিনি বলেন, সিইসিকে তারা জানিয়েছেন, জাতীয় পার্টি ও ১৪ দলও তো এই ফ্যাসিবাদী ব্যবস্থা তৈরিতে প্রধান সহযোগী ছিল। তাদের নিবন্ধন কেন আওয়ামী লীগের মতো স্থগিত হবে না, সেটাও জানতে চেয়েছেন।

গণ অধিকার পরিষদ তাদের আয়–ব্যয়ের হিসাবে জানিয়েছে, গত বছর তাদের আয় ছিল ৪৬ লাখ ৯ হাজার ৩০০ টাকা। এর বিপরীতে ব্যয় ছিল ৪৫ লাখ ৯৬ হাজার ৮৮ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ