নীলফামারীর সৈয়দপুরে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৮ জুলাই) দুপুরে শহরের কয়ানিজপাড়াস্থ সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে ওই অনুষ্ঠানে আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু। সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের স্কুল শাখার প্রধান শিক্ষক আব্দুল লতিফের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক কুমার অপু বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক মো. ফারুক আহমেদ, সহকারী প্রধান শিক্ষক মো. আতাউর রহমান, সহকারী শিক্ষক সুমন্ত চন্দ্র রায়, মো. রবিউল ইসলাম দুলালসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মালিহা মেহজাবিন, নবম শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক হোসেন সবুজ, সারোয়ার কবির সায়মন, মো. আল-আমিন ইসলাম ও সানভি আক্তার সেতু অংশ নেয়।
শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।