ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, বাংলাদেশে মানুষের অধিকার নিশ্চিত ও শান্তি প্রতিষ্ঠা করতে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসনের কোনো বিকল্প নেই।
রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় যশোরের বসুন্দিয়া মোড় বাসস্ট্যান্ড চত্বরে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, সকল গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের’ দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৮৮, যশোর-৪ নির্বাচনী এলাকায় এই প্রথম গণসমাবেশ করে।
রেজাউল করীম বলেন, যুগে যুগে স্বৈরাচার ও ফ্যাসিবাদী গণহত্যাকারীদের জনগণের ওপর দমন-নিপীড়ন ও রাষ্ট্রকে শোষণের চিত্র স্মরণ করুন। এ সময় তিনি ইসলামের চেতনাকে ধারণ করে আগামীর নির্বাচনে ইসলামী দলগুলোকে বিজয়ী করার আহ্বান জানান।