রংপুরের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর! রংপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘জুলাই ৩৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫’। সম্প্রতি টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সময়সূচি (ফিকশ্চার) প্রকাশ করা হয়েছে। জেলার মোট ৮টি উপজেলা দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।
গ্রুপ পরিচিতি:
গ্রুপ-এ: পীরগঞ্জ উপজেলা, তারাগঞ্জ উপজেলা, গংগাচড়া উপজেলা, এবং মিঠাপুকুর উপজেলা।
গ্রুপ-বি: কাউনিয়া উপজেলা, সদর উপজেলা, পীরগাছা উপজেলা, এবং বদরগঞ্জ উপজেলা।
খেলার পূর্ণাঙ্গ সময়সূচি:
টুর্নামেন্টের সকল ম্যাচ বিকেল ৪ ঘটিকায় শুরু হবে।
২৮/০৭/২০২৫: সদর উপজেলা বনাম কাউনিয়া উপজেলা (ভেন্যু: রংপুর স্টেডিয়াম)
২৯/০৭/২০২৫: বদরগঞ্জ উপজেলা বনাম পীরগাছা উপজেলা (ভেন্যু: উপজেলা মিনি স্টেডিয়াম, গংগাচড়া)
৩০/০৭/২০২৫: পীরগঞ্জ উপজেলা বনাম তারাগঞ্জ উপজেলা (ভেন্যু: রংপুর স্টেডিয়াম)
৩১/০৭/২০২৫: গংগাচড়া উপজেলা বনাম মিঠাপুকুর উপজেলা (ভেন্যু: কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ)
০২/০৮/২০২৫: কাউনিয়া উপজেলা বনাম পীরগাছা উপজেলা (ভেন্যু: শঠিবাড়ি ডিগ্রি মহাবিদ্যালয় মাঠ, মিঠাপুকুর)
০৩/০৮/২০২৫: বদরগঞ্জ উপজেলা বনাম সদর উপজেলা (ভেন্যু: উপজেলা মিনি স্টেডিয়াম, গংগাচড়া)
০৫/০৮/২০২৫: পীরগঞ্জ উপজেলা বনাম গংগাচড়া উপজেলা (ভেন্যু: কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ)
০৬/০৮/২০২৫: তারাগঞ্জ উপজেলা বনাম মিঠাপুকুর উপজেলা (ভেন্যু: উপজেলা মিনি স্টেডিয়াম, গংগাচড়া)
০৮/০৮/২০২৫: পীরগাছা উপজেলা বনাম সদর উপজেলা (ভেন্যু: শঠিবাড়ি ডিগ্রি মহাবিদ্যালয় মাঠ, মিঠাপুকুর)
০৯/০৮/২০২৫: কাউনিয়া উপজেলা বনাম বদরগঞ্জ উপজেলা (ভেন্যু: শঠিবাড়ি ডিগ্রি মহাবিদ্যালয় মাঠ, মিঠাপুকুর)
১০/০৮/২০২৫: পীরগঞ্জ উপজেলা বনাম মিঠাপুকুর উপজেলা (ভেন্যু: কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ)
১২/০৮/২০২৫: তারাগঞ্জ উপজেলা বনাম গংগাচড়া উপজেলা (ভেন্যু: রংপুর স্টেডিয়াম)
সেমিফাইনাল:
১৪/০৮/২০২৫: এ গ্রুপ চ্যাম্পিয়ন বনাম বি গ্রুপ রানার্স আপ (ভেন্যু: রংপুর স্টেডিয়াম)
১৫/০৮/২০২৫: বি গ্রুপ চ্যাম্পিয়ন বনাম এ গ্রুপ রানার্স আপ (ভেন্যু: রংপুর স্টেডিয়াম)
ফাইনাল:
১৮/০৮/২০২৫: প্রথম সেমিফাইনালের বিজয়ী দল বনাম দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দল (ভেন্যু: রংপুর স্টেডিয়াম)
এই টুর্নামেন্টকে ঘিরে জেলার ক্রীড়ামোদী মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। প্রতিটি ম্যাচেই হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।