কিশোরগঞ্জ উপজেলা এলডিপির উদ্যোগে রাজধানীর উত্তরা বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের মর্মান্তিক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের রুহের মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনা এবং খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ড.কর্নেল অলি আহমেদ বীর বিক্রম এর সহ-ধর্মিনী সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৫ টায় স্থানীয় মিনি স্টেডিয়াম এর ফটকে কিশোরগঞ্জ উপজেলা এলডিপির আহ্বায়ক নূর মোহাম্মদ সোনার সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক মাহফুজার রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাকীম নুরুল আকরাম বসুনিয়া সভাপতি এল ডি পি নীলফামারী জেলা শাখা ও সদস্য জাতীয় নির্বাহী কমিটি,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়নুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক নীলফামারী জেলা শাখা।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হামিদার রহমান, আহবায়ক জলঢাকা উপজেলা এলডিপি শাখা।
বক্তব্যে উঠে আসে, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহত নিহতদের ও মাইলস্টোনের ঘটনার স্মরনে এলডিপির পক্ষ থেকে সারা দেশে দোয়া মাহফিলের কর্মসূচি পালিত হচ্ছে।আপনারা জানেন কর্নেল অলি আহমেদ একজন সৎ ও যোগ্য ব্যক্তি। ২০০৬ সালে এলডিপি প্রতিষ্ঠা লাভ করে আগামী আগস্ট মাসে আমরা কিশোরগঞ্জ উপজেলায় বড় পরিসরে সমাবেশ করবো। আপনারা যারা উপস্থিত আছেন সকলেই সহযোগিতা করবেন। কিশোরগঞ্জ উপজেলায় যেন এলডিপি জনগণের পাশে দাড়াতে পারে সে লক্ষ্যে আমরা কাজ করতে চাই।