বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর শাখার আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।
শনিবার (২৬ জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। একই বিজ্ঞপ্তিতে কুড়িগ্রাম জেলা কমিটির কার্যক্রম স্থগিতের কথাও বলা হয়েছে।
এতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর ও কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক কমিটির নির্ধারিত মেয়াদ অতিক্রান্ত হওয়ায় উক্ত কমিটির সব ধরনের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হলো।
এর আগে বৃহস্পতিবার (২৪ জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর ও নাটোর জেলা কমিটির কার্যক্রম স্থগিত করা হয়।
গত বছরের ২৪ নভেম্বর ইমরান আহমেদকে আহ্বায়ক ও ডা. আশফাক আহমেদ জামিলকে সদস্য সচিব করে ১৫৫ সদস্যের জেলা কমিটি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই দিনে ইমতিয়াজ আহমেদ ইমতিকে আহ্বায়ক ও রহমত আলীকে সদস্য সচিব করে ১১২ সদস্যের মহানগর কমিটি করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা ও মহানগর কমিটি গঠনের পর থেকে বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ ওঠে। একপর্যায়ে কমিটি থেকে অনেকেই পদত্যাগও করেন।