শিরোনাম
আপনি দয়া করে সুষ্ঠু একটি নির্বাচন দিন, বিদায় নেন- জাতিকে বাঁচান: ড. ইউনূসকে আনিস আলমগীর বিএনপির আয়ে সুবাতাস, এক বছরে আয় বেড়ে হয়েছে ১৫ কোটি জুলাই আহতদেরকে দেখতে প্রতি শনিবার সিএমএইচে যান সেনাপ্রধান’: সারজিস আলম নীলফামারীতে সেনাবাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক ফেসবুকে পোস্ট দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেত্রীর পদত্যাগ শিশুর কামড়ে মরে গেলো বিষাক্ত কোবরা! স্ত্রীর বিলাসী চাহিদা মেটাতে চাকরি ছেড়ে চুরি-ডাকাতির পেশায় বিবিএ পাস যুবক! সব দল দেখা শেষ, এবার জামায়াতে ইসলামীকে দেখবে মানুষ জুলাই আন্দোলনের মূল নায়ক তারেক রহমান: আমীর খসরু ইশ! মানুষ কত নিঃষ্পাপ, চাঁদাবাজির খবরে সবার অবাক হওয়া নিয়ে উমামা
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০১:২৬ অপরাহ্ন

‘ছাত্রদল কর্মী ওয়াসিম প্রথম শহীদ, আবু সাঈদ নয়’

ডেস্ক রিপোর্ট / ২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

জুলাই আন্দোলনের প্রথম শহীদ হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের পরিবর্তে চট্টগ্রাম কলেজের ছাত্রদর কর্মী ওয়াসিম আকরামকে দাবি করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন। আজ শনিবার (২৬ জুলাই) বিকেলে নগরের জিইসি কনভেনশন সেন্টারে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক পেশাজীবী সমাবেশে তিনি এ কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, আমি শহীদ আবু সাঈদের অবদান কখনোই অস্বীকার করি না। তবে ঘটনার নিরিখে যদি সময় অনুযায়ী বিচার করি, তাহলে প্রথম শহীদ হচ্ছেন ওয়াসিম আকরাম। তিনি ১৬ জুলাই বিকেল সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। আর আবু সাঈদের মৃত্যুর সময় রাত।

ওয়াসিমকে আন্দোলনের ‘সাহসী সৈনিক’ হিসেবে উল্লেখ করে ডা. শাহাদাত হোসেন আরও বলেন, মৃত্যুর কিছুক্ষণ আগেই মুরাদপুরে গিয়ে ওয়াসিম আন্দোলনের ছবি আমার ইনবক্সে পাঠান। তার সঙ্গে আরও কয়েকজন ছাত্রদল কর্মী ছিলেন। সেই ছবি আজও আমার কাছে আছে। আমরা যখন কারাগারে ছিলাম, তখন ব্যক্তিগত কোনো কারণে নয়, আন্দোলনের কারণেই ছিলাম। এসব শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের দায়িত্ব।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ