শিরোনাম
ফেসবুকে পোস্ট দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেত্রীর পদত্যাগ শিশুর কামড়ে মরে গেলো বিষাক্ত কোবরা! স্ত্রীর বিলাসী চাহিদা মেটাতে চাকরি ছেড়ে চুরি-ডাকাতির পেশায় বিবিএ পাস যুবক! সব দল দেখা শেষ, এবার জামায়াতে ইসলামীকে দেখবে মানুষ জুলাই আন্দোলনের মূল নায়ক তারেক রহমান: আমীর খসরু ইশ! মানুষ কত নিঃষ্পাপ, চাঁদাবাজির খবরে সবার অবাক হওয়া নিয়ে উমামা ২০ লাখ চাঁদা চেয়ে পেয়েছিলেন এক লাখ, বাকি টাকার জন্য নারীকে মারধর বিএনপি নেতার পীরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কাঁচামাল ব্যবসায়ী নিহত। গুলশানে চাঁদাবাজি; গণতান্ত্রিক ছাত্রসংসদের দুই কেন্দ্রীয় নেতা, বৈষম্যবিরোধী থেকে ৩ জনকে স্থায়ী বহিষ্কার ফ্রান্সসহ ইউরোপের ৩ দেশে কমিটি দিল এনসিপি
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন

সৈয়দপুরে রিকশাচালকদের মাঝে ক্যাপছাতা বিতরণ করেছে ‘আমাদের প্রিয় সৈয়দপুর’ নামে স্বেচ্ছাসেবী সংগঠন।

মোঃ আমির হোসেন সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: / ২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

রোদের তীব্র তাপ থেকে খেটে খাওয়া মানুষদের স্বস্তি দিতে নীলফামারীর সৈয়দপুরে শতাধিক রিকশাচালকদের মাঝে মাথায় আটকে রাখা যায় এমন বিশেষ ধরণের ক্যাপ ছাতা বিতরণ করেছে ‘আমাদের প্রিয় সৈয়দপুর’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন সংগঠন।

আজ শনিবার (২৬ জুলাই) দুপুরে শহরের জিআরপি মোড়ে (স্মৃতিঅম্লান চত্ত্বর) এলাকায় অবস্থান করা রিকশাচালকদের মাঝে ওই ক্যাপ ছাতা বিতরণ করেন সংগঠনটির সদস্যরা। মূলত গরমের সময় রিকশাচালকদের রোদ থেকে রক্ষা পেতে এবং স্বস্তি পেতে ক্যাপ ছাতা বিতরণ এই ধরনের কর্মসূচী বাস্তবায়ন করছে সংগঠনটি।

ক্যাপ ছাতা পেয়ে উচ্ছাস প্রকাশ করেছেন রিকশাচালকেরা। রিক্সাচালক রুস্তম, মাবুল, সুষান্ত, সেলিমসহ অন্যান্যরা জানান, দিন দিন দাবদাহ প্রকট হয়ে উঠছে। প্রতিদিন জীবিকার জন্য আমাদের বাইরে শহরের এই দিক থেকে ওই দিক বের হতে হয়। তখন এই প্রখর রোদে কষ্ট বেড়ে যায় অনেক। গরমে কিংবা বৃষ্টিতে রিক্সা চলানো যায় না। এ সময় এই ক্যাপছাতা পেয়ে আমরা আনন্দিত। উপহার হিসেবে পাওয়া ক্যাপ ছাতা রোদ-বৃষ্টিতে তাদের উপকারে আসবে। তীব্র গরমে পাশে থাকার জন্য আমাদের প্রিয় সৈয়দপুর সংগঠনকে ধন্যবাদ জানান তারা।

বিতরণকালে আমাদের প্রিয় সৈয়দপুর স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠাতা নওশাদ আনসারী, সদস্য আজিম খান, সামিউল আলিম, অনলী রাজাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন

কর্মসূচির বিষয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা নওশাদ আনসারী বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা শুরু থেকেই সে কাজটি করে আসছি। বর্তমানে আমাদের সৈয়দপুরে ভ্যাপসা গরমে অনেক কষ্টে আছেন খেটে খাওয়া মানুষরা। বিশেষ করে রিক্সাচালকরা রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে অনেক কাজ করেন। সে প্রখর রোদে যাতে তাঁরা একটু স্বস্থিতে রিক্সা চালাতে পারেন সে জন্য তাঁদের মাঝে ক্যাপ ছাতা বিতরণ করা হয়েছে। আমরা তাঁদের পাশে দাঁড়াতে পেরে অনেক আনন্দিত। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে আমাদের প্রিয় সৈয়দপুর পরিবার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও যাবে বলে আমরা বিশ্বাস করি এবং এগিয়ে যাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ