সুনামগঞ্জের তাহিরপুরে বিভিন্ন ইউনিয়নের কমিটিতে পদ পেয়েছেন আওয়ামী লীগ নেতারা। গত ২৫ জুলাই রাতে উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া ও ১ নং যুগ্ম আহবায়ক জুনাব আলী স্বাক্ষরিত বিভিন্ন কমিটিতে পদ পান তারা।
কমিটিতে দেখা গেছে, দক্ষিণ বড়দল ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটিতে সদস্য হয়েছেন জিল্লুর রহমান। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা শ্রমিকলীগের শ্রমিক কল্যাণ বিষয়ক সম্পাদক। একইভাবে বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রইস উদ্দিন ও শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নুর আলমকে ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটিতে সদস্য করা হয়।
বড়দল দক্ষিণ ইউনিয়নের বড়দল গ্রামের ইউপি সদস্য জুয়েল আহমেদ বলেন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও সিলেট বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামালার অন্যতম আসামি ইউনুছ চেয়ারম্যানের ছোট ভাই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান কিভাবে বিএনপির কমিটিতে স্থান পায় তা আমাদের বোধগম্য নয়। আমরা এর প্রতিকার চাইবো কেন্দ্রীয় ও জেলা বিএনপির কাছে।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম এক সদস্য বলেন, বড়দল দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা শ্রমিকলীগ নেতা জিল্লুর রহমানের শতশত ছবি রয়েছে আওয়ামী লীগ এমপি মোয়াজ্জেম হোসন রতন ও রনজিত সরকারের সাথে। আমরা যদি সেই আওয়ামী লীগকেই পুনর্বাসন করি তাহলে দীর্ঘ ১৭ বছর কেনো রাজপথে থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি?
তাহিরপুর উজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া বলেন, জেলা শ্রমিকলীগ নেতা হিসেবে জিল্লুরকে আমরা চিনতাম না। কমিটি ঘোষণার পর জানতে পারলাম তিনি শ্রমিক লীগের কমিটিতে ছিলেন। তাকে কমিটি থেকে বাদ দেয়া হবে।