নীলফামারীর ডোমারে চলন্ত ট্রেন থেকে ছোড়া ঢিলের আঘাতে হৃদয় রায় (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৫ জুলাই) রাত ১০টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের অজ্ঞাত এক যাত্রীর ছোড়া ঢিলে এই ঘটনা ঘটে।
আহত হৃদয় রায় ডোমার সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি ঘুন্টিপাড়া এলাকার মানিক রায়ের ছেলে। পেশায় তিনি একজন ভ্যানচালক।
প্রত্যক্ষদর্শী রামপ্রসাদ নামে এক যুবক জানান, “রাতে ট্রেনটি যাওয়ার সময় হঠাৎ ভেতর থেকে কেউ একটি শক্ত বস্তু ছুড়ে মারে। মুহূর্তেই হৃদয় মাটিতে লুটিয়ে পড়ে। গিয়ে দেখি তার বাম চোখের নিচে প্রচণ্ড আঘাত লেগেছে এবং রক্তপাত হচ্ছে।”
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহত হৃদয়কে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে ডোমার রেলস্টেশন মাস্টার রবিউল ইসলাম বাবু বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। যেহেতু ঘটনাটি স্টেশন চত্বরের বাইরে ঘটেছে, এটি সরাসরি আমাদের নিয়ন্ত্রণের মধ্যে পড়ে না। তবে আমি বিষয়টি রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করব।”
এদিকে সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ-উন-নবী জানান, “এখনও পর্যন্ত এ বিষয়ে আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়দের অভিযোগ, এ ধরনের ঘটনা নতুন নয়। চলন্ত ট্রেন থেকে ঢিল ছোড়ার মতো বিপজ্জনক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের নজরদারি আরও জোরদার করার দাবি জানিয়েছেন তারা।