লালমনিরহাটে জেলার কালীগঞ্জে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের উপজেলা বিএনপি সংবর্ধনা প্রদান করেছে ।
শনিবার (২৬ জুলাই) দুপুর ১২টায় উপজেলা বিএনপির আয়োজনে তুষভান্ডার রমনী মোহন সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্টিত হয় ।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক জাহাঙ্গীর আলম। আরোও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আজাদ বাবু,স্বেচ্ছাসেবক নেতা জি এম তাবভীর সাবু, যুবদল নেতা জাহাঙ্গীর আলম আঙুর, আবুল বাশার মুক্তা, হুমায়ন কবীর বাবু, আব্দুল বাসেদ পাটোয়ারী ছাড়াও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ছাড়াও রিপোর্টাস ক্লাবের সভাপতি মশিউর রহমান তরু স্হানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিকরা উপস্হিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আলম বলেন- আমরা বিগত ১৭ বছর কথা বলতে পারিনি। গত ৫ ই আগস্টে স্বৈরাচার হাসিনা সরকারের বিদায়ের পর আমরা কথা বলতে পারছি। আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। এরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দিবে। কালীগঞ্জ বাসীর মুখ উজ্জল করবে।
সংবর্ধিত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এসময় বক্তারা কৃতি শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করে।