দিনাজপুরে আন্তঃধর্মীয় সংলাপ ও সম্প্রীতি সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকালে দিনাজপুর সদর উপজেলার পালকীর কেন্দ্র, মাতাসাগরে খ্রীষ্টিয় ঐক্য ও আন্তঃধর্মীয় সংলাপ কমিশন, দিনাজপুর ধর্ম প্রদেশ, বাংলাদেশের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এপি, কারিতাস দিনাজপুর অঞ্চলের সহযোগিতায় এই “আন্তঃধর্মীয় সংলাপ ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। যার মূল প্রতিপাদ্য ছিল “আসুন, ধর্মীয় সংলাপ করি, সম্প্রীতিতে বাস করি”।
অনুষ্ঠানে ভিকার জেনারেল দিনাজপুর ধর্মপ্রদেশ এর বিশপ সেবাস্টিয়ান টুডুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ধর্মীয় সংলাপ ও সম্প্রীতি কারিতাসের সিনিয়র প্রোগ্রাম অফিসার অরবিন্দ সিলভেস্টার গমেজ, আঞ্চলিক পরিচালক রবি মন্ডল, সেন্ট ফিলিপস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা প্রমুখ।
অনুষ্ঠানে ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা ধর্মীয় সম্প্রীতি ও সহনশীলতার গুরুত্ব তুলে ধরেন এবং সমাজে শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।