শিরোনাম
গুলশানে চাঁদাবাজি; গণতান্ত্রিক ছাত্রসংসদের দুই কেন্দ্রীয় নেতা, বৈষম্যবিরোধী থেকে ৩ জনকে স্থায়ী বহিষ্কার ফ্রান্সসহ ইউরোপের ৩ দেশে কমিটি দিল এনসিপি রংপুরের গঙ্গাচড়ায় মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে যুবক আটক সৈয়দপুরে চব্বিশ দিনে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটনঃ আসামী গ্রেফতার। বঙ্গবন্ধুকে অস্বীকার করলে বৈষম্যবিরোধীদের বিরুদ্ধে দাঁড়াবেন কাদের সিদ্দিকী কিশোরগঞ্জ উপজেলায় বিএনপির নির্বাচনমুখী সাধারণ সভা চাঁদা দাবি করা হয় ১ কোটি, ১০ লাখ নেওয়ার পর আটকে গেলেন সমন্বয়কসহ ৫ এনসিপি সরকার গঠন করলে ৬৪ জেলায় চাকরির ব্যবস্থা করব : নাসীরুদ্দীন সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, হাতেনাতে ৫ জন গ্রেপ্তার রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি স্থগিত
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৩:০৬ পূর্বাহ্ন

এক বা দুই বিষয়ে ফেল করাদের কলেজে ভর্তির সুযোগ দাবি সিবগাতুল্লাহর

ডেস্ক রিপোর্ট / ১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

এবারের এসএসসি পরীক্ষায় যারা এক বা দুই বিষয়ে ফেল করেছে তাদের কলেজে ভর্তি হওয়ার সুযোগ দেওয়ার মাধ্যমে নতুন পদ্ধতির সূচনা করার দাবি জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ।

শুক্রবার (২৫ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ছয় লাখ শিক্ষার্থীর ছয় লাখ বছর নষ্ট করবেন না উল্লেখ করে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ এদেশের মানুষ। আরও নির্দিষ্ট করে বললে আমাদের তরুণ এবং যুবসমাজ।বিগত সময়ে প্রশ্নফাঁসসহ নানাধরনের অপকর্মে আমাদের পঙ্গু বানিয়ে ফেলার চেষ্টা হয়েছে।’

তিনি আরও লেখেন, ‘ধারণা করা হচ্ছে প্রশ্নফাঁস বা ‘লিখলেই নম্বার’ পাওয়ার নির্দেশনা না থাকায় এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ফলাফল বেশ খারাপ হয়েছে। এ বছর প্রায় ৬ লাখ শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় ফেল করেছে। ব্রুনেই/মালদ্বীপের মতো দেশে মোট জনসংখ্যাও ৬ লাখ না। অনেকে হয়তো কোনো দুর্ঘটনায় কারণে একটা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি।’

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক লেখেন, ‘কিছু হতভাগার মার্কশিট দেখেছি। মাত্র একটা বিষয়ে ফেল করেছে আর অধিকাংশ বিষয়ে এ+ পেয়েছে। যারা এক/দুই বিষয়ে ফেল করেছে তাদের কলেজে ভর্তি হওয়ার সুযোগ দেওয়ার মাধ্যমে নতুন পদ্ধতির সূচনা করার দাবি জানাচ্ছি। আগামী বছর ওরা ফেল করা একটি/দুইটা বিষয়ে পরীক্ষা দিলে আশা করি পাশ করবে ইনশাআল্লাহ।’

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আরও লেখেন, ‘সুযোগ পেলে আমাদের এই ছোট ভাই-বোনেরাই একদিন ঘুরে দাঁড়াবে। তাদের একটু সুযোগ দিন। আজ যারা হোঁচট খেয়েছে, তারাই একদিন অনন্য কিছু করে দেখাবে, ইনশাআল্লাহ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ