শিরোনাম
’রাষ্ট্রের নাগরিক হিসেবে তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার বিষয় রাষ্ট্র চিন্তা করবেন’ বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মির যৌথ মহড়া শুরু হয়েছে কুড়িগ্রামে নারীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ করা হয়েছে ২ হাজার ৩৬৮ পিস ইয়াবা কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রাতের আধাঁরে নৌকা বানিয়ে ঝুলিয়ে দিলেন রাস্তায়, সকালেই গ্রেফতার ১জন এনসিপিতে যারা যোগ দিতে চায় তাদেরকে ভয়-ভীতি দেখানো হচ্ছে: হাসনাত কাউনিয়ায় পদ্ম ফুলের সুগন্ধে মাতোয়ারা দর্শনার্থীরা দুধ দিয়ে গোসল করে নিষিদ্ধ ছাত্রলীগ ত্যাগ করলেন এক নেতা মাহেরীন চৌধুরী নারী সমাজের জন্য গর্বিত এক নাম হয়ে থাকবেন – আফরোজা আব্বাস ছিনতাইয়ের শিকার সাংবাদিকের সঙ্গে অসদাচরণ: চার পুলিশ সদস্য প্রত্যাহার, মোবাইল উদ্ধার দুপুরে বার্ন ইনস্টিটিউটে আরও এক শিশুর মৃত্যু
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন

পীরগঞ্জ উপজেলায় প্রাণিসম্পদ বিভাগে জনবল সংকটে ভোগান্তিতে সাধারণ মানুষ।

তানভীর আহমাদ, রংপুর (পীরগঞ্জ) প্রতিনিধি / ৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

১৫ টি ইউনিয়ন এবং ১টি পৌরসভা নিয়ে গঠিত হয়েছে রংপুরের পীরগঞ্জ উপজেলা। এখানে নিবন্ধিত গাভীর খামার রয়েছে ৪৫ টি এবং অনিবন্ধিত গাভীর খামার রয়েছে ১৩০০ টি নিবন্ধিত ছাগলেরখানা রয়েছে ১ টি অনিবন্ধিত ছাগলের খামার রয়েছে ৮১ টি, অনিবন্ধিত ভেড়ার খামার রয়েছে ১৫ টি এই খামারগুলোতে গরুর সংখ্যা রয়েছে ৩১ লক্ষ ২৫ হাজার ০৭ টি ,মহিষ রয়েছে ৫০০ টি, ছাগল রয়েছে ১২ লক্ষ ১২ হাজার ১০ টি, ভেড়া রয়েছে ২২ হাজার ৭ শত ২০ টি , অথচ উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে ১১টি পদের ৬ টি পদে লোক নিয়োগ থাকলেও কর্মস্থলে উপস্থিত ৪ জন ৫ টি পদ শূন্য।

পীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে ১ জন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ১ জন ভেটেরিনারি সার্জন, ১ জন উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ( কৃত্রিম প্রজনন) এফ এ (এআই),১ জন উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ( প্রাণী স্বাস্থ্য) কমপিউটার, ৪ জন উপসহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা ( সম্প্রসারণ) ভি এফ এ, ১ জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক , ১ জন অফিস সহায়ক,১ জন ড্রেসার সহ মোট ১১ জন থাকার কথা।

কিন্তু বাস্তবে উল্টো পথে হাঁটছে পীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল। কর্মস্থলে সংযুক্ত রয়েছেন ৬ জন এর মধ্য থেকে হরি প্রিয়া সরদার নামে এক জন উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) (ভিএফএ) রয়েছেন প্রশিক্ষণে এবং ড্রেসার পদে থাকা শ্রী রিপন কুমার নামের ব্যক্তিটি প্রথম থেকেই সংযুক্ত রয়েছেন ঢাকা চিড়িয়াখানায়।

এ হাসপাতালে প্রতিদিন গড়ে ৪০ থেকে ৫০ জন পশু লালন-পালনকারী বা খামারি তাদের অসুস্থ পশু নিয়ে আসেন। বর্তমানে এই উপজেলার অসুস্থ গৃহপালিত পশু-পাখিদের চিকিৎসার এখন একমাত্র ভরসা ভেটেরিনারি সার্জন, এই কর্মকর্তা ছাড়া আর কেউ দায়িত্বে না থাকায় জরুরি প্রয়োজন বা চিকিৎসার কাজে তিনি হাসপাতালের বাইরে গেলে বন্ধ থাকে চিকিৎসা সেবা। ফলে লোকবল কম থাকায় হাসপাতালের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।

হাসপাতালের কয়েকজন সেবা গ্রহীতার সঙ্গে কথা হলে তারা বলেন, হাসপাতালে লোকবল কম থাকায় ভালো সেবা পাওয়া যায় না। আবার অনেক সময় অসুস্থ গরু-ছাগল নিয়ে এসে ডাক্তারের জন্য বসে থাকতে হয়। লোকবল বেশি হলে আমরা উপকৃত হব।

হাসপাতাল টিতে দীর্ঘ দিন ধরে উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ( কৃত্রিম প্রজনন) এফ এ (এআই) এবং উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ( প্রাণীস্বাস্থ্য) কম্পাউন্ডার পদটিও শুন্য রয়েছে এই চিকিৎসকদের সহায়তাকারী ড্রেসারের পদে শ্রী রিপন কুমার নামে একজন নিয়োগপ্রাপ্ত থাকলেও সংযুক্তি দেখানো হয়েছে জাতীয় চিড়িয়াখানায় অথচ নিয়মিত বেতন ভাতা তিনি তুলছেন পীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অফিসের মাধ্যমে। অপরদিকে উপ সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) ভিএিএ পদে ৪ জন থাকার কথা থাকলেও ২ জনের পদ শুন্য, ১ জন প্রশিক্ষণে অপর আরেকজন রয়েছেন কর্মস্থলে, বর্তমানে ৩ জন অন উপস্থিত । অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে একজন থাকার কথা থাকলেও সে পদেও কোন লোক নেই।

ভেটেরিনারি সার্জন ডা. মোঃ মিজানুর রহমান বলেন অসুস্থ প্রাণীর চাপ বেশি থাকায় একার পক্ষে সেবা দেওয়া কষ্টকর। অনেক সময় বড় প্রাণীদের হাসপাতালে আনা সম্ভব হয় না, সেক্ষেত্রে বাড়িতে গিয়ে চিকিৎসা দিতে হয়। তখন হাসপাতাল ফাঁকা থাকে। হাসপাতালে ২ থেকে ৩ জন ভেটেরিনারি সার্জন থাকলে উপজেলাবাসীসহ আমাদের সবার জন্য ভালো হতো।

উপজেলা চতরা ইউনিয়নের রথীন্দ্রনাথ এসেছেন তার পালিত গরুর চিকিৎসা নিতে। এসে দেখেন হাসপাতাল ফাঁকা। চিকিৎসক নেই, তিনি বলেন, ‘প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে জনবল সঙ্কটের কারণে যথা সময়ে সেবা পাচ্ছিনা আমরা। আমরা চাই, দ্রুত জনবল নিয়োগের মাধ্যমে সেবার মান বৃদ্ধি করা হোক।

পীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ফজলুল কবীর বলেন, আমি কিছু দিন আগে এখানে যোগদান করেছি। এখানে ১১ জন কর্মকর্তা-কর্মচারীর পদ থাকলেও বর্তমানে ৫ জন কর্মকর্তা-কর্মচারী কর্মস্থলে নিয়মিত রয়েছে। বাকি পদগুলো শূন্য রয়েছে।

অল্প সংখ্যক লোক দিয়েই সাময়িকভাবে সেবা অব্যাহত রাখলেও অনেক সময় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। জনবল সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি দ্রুত সমস্যা সমাধান হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

রানীপুকুরে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন: গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার মিঠাপুকুর রংপুর প্রতিনিধি:- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার মিঠাপুকুর উপজেলার ২নং রানীপুকুর ইউনিয়নে অনুষ্ঠিত হলো সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন। রানীপুকুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়নের উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ ফয়সল আহমেদ সজল। তিনি তাঁর বক্তব্যে বিএনপিকে ‘জনগণের দল’ হিসেবে অভিহিত করে বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি। এই সদস্য নবায়ন ও সংগ্রহ কর্মসূচি আমাদের সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করবে। রংপুর জেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ আনিসুর রহমান (লাকু) প্রধান অতিথির বক্তব্যে বলেন, জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ। এই কার্যক্রম তরুণদের সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ অতিথিদের মধ্যে মিঠাপুকুর উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক মোঃ গোলাম রব্বানী বলেন, বিএনপি শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয়, এটি একটি গণতান্ত্রিক আন্দোলনের নাম। এই কার্যক্রমের মাধ্যমে আমরা মানুষের সঙ্গে আরও গভীরভাবে সম্পৃক্ত হতে পারবো। উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মোতাহারুল ইসলাম নিক্সন পাইকার জোর দিয়ে বলেন, বিএনপিকে যারা দুঃসময়ে আগলে রেখেছে, তারাই এখন দলের মূল শক্তি। তাদের সঙ্গে নতুনদের যুক্ত করে আমরা গণতন্ত্র রক্ষার লড়াইয়ে এগিয়ে যাব। মোঃ ফজলুর রহমান বাদল ও মোঃ জাকির হোসেন খান উজ্জ্বল তাদের যৌথ বক্তব্যে ইউনিয়ন পর্যায়ে সংগঠনকে সক্রিয় ও প্রাণবন্ত রাখতে এমন কর্মসূচিকে অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন এবং এটি দলের রাজনৈতিক শক্তিকে আরও সুসংগঠিত করবে বলে মন্তব্য করেন। রানীপুকুর ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শরিফুল ইসলাম শরিফ বলেন, আমাদের উদ্দেশ্য হলো রানীপুকুর ইউনিয়নে বিএনপিকে নতুনভাবে গড়ে তোলা এবং জনগণের অধিকার আদায়ে দলকে আরও শক্তিশালী করা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ২নং রানীপুকুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা। তিনি বলেন, এই সদস্য সংগ্রহ কর্মসূচি আমাদের নতুন প্রজন্মের নেতৃত্ব গড়ে তুলবে। আমরা বিশ্বাস করি, বিএনপি জনগণের শক্তিতেই আবারও আন্দোলনের মাঠে প্রমাণ করবে আমরা জনগণের জন্য আছি, থাকবো। অনুষ্ঠানে বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন নীতির কঠোর সমালোচনা করেন এবং অবিলম্বে একটি নিরপেক্ষ ও গণতান্ত্রিক নির্বাচনের দাবি জানান। পুরো আয়োজনটি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উৎসাহ, উদ্দীপনা এবং দায়িত্বশীল অংশগ্রহণে একটি সফল ও তাৎপর্যপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে পরিণত হয়।