শিরোনাম
৩ দিন ধরে নিখোঁজ, অবশেষে মা-বাবার কাছে ফিরল কফিনবন্দি ছোট্ট নিধি মাইলস্টোন ট্রাজেডি; আহতদের উদ্ধার করতে এগিয়ে এসেছিলেন ৩ বন্ধু রংপুর-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হলেন হানিফ খান দিনে ইনকিলাব, রাতে মাস্ক-হেলমেট পরে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল; বৈষম্যবিরোধী নেতা বহিষ্কার অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র চালানোর কোনো ভিশন নেই, অভিযোগ ঢাবি অধ্যাপকের ভারত সব সময় আমাদের ক্ষতি করার চেষ্টায় লিপ্ত: এটিএম আজহার ফেসবুকে সেফুদার মৃত্যুর গুজব, লাইভে এসে গুজব উড়িয়ে যে বার্তা দিলেন সেফুদা আমরা দেশ ছেড়ে পালাইনি- আমীর ডা: শফিক রানীপুকুরে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন: গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার মিঠাপুকুর রংপুর প্রতিনিধি:- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার মিঠাপুকুর উপজেলার ২নং রানীপুকুর ইউনিয়নে অনুষ্ঠিত হলো সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন। রানীপুকুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়নের উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ ফয়সল আহমেদ সজল। তিনি তাঁর বক্তব্যে বিএনপিকে ‘জনগণের দল’ হিসেবে অভিহিত করে বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি। এই সদস্য নবায়ন ও সংগ্রহ কর্মসূচি আমাদের সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করবে। রংপুর জেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ আনিসুর রহমান (লাকু) প্রধান অতিথির বক্তব্যে বলেন, জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ। এই কার্যক্রম তরুণদের সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ অতিথিদের মধ্যে মিঠাপুকুর উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক মোঃ গোলাম রব্বানী বলেন, বিএনপি শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয়, এটি একটি গণতান্ত্রিক আন্দোলনের নাম। এই কার্যক্রমের মাধ্যমে আমরা মানুষের সঙ্গে আরও গভীরভাবে সম্পৃক্ত হতে পারবো। উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মোতাহারুল ইসলাম নিক্সন পাইকার জোর দিয়ে বলেন, বিএনপিকে যারা দুঃসময়ে আগলে রেখেছে, তারাই এখন দলের মূল শক্তি। তাদের সঙ্গে নতুনদের যুক্ত করে আমরা গণতন্ত্র রক্ষার লড়াইয়ে এগিয়ে যাব। মোঃ ফজলুর রহমান বাদল ও মোঃ জাকির হোসেন খান উজ্জ্বল তাদের যৌথ বক্তব্যে ইউনিয়ন পর্যায়ে সংগঠনকে সক্রিয় ও প্রাণবন্ত রাখতে এমন কর্মসূচিকে অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন এবং এটি দলের রাজনৈতিক শক্তিকে আরও সুসংগঠিত করবে বলে মন্তব্য করেন। রানীপুকুর ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শরিফুল ইসলাম শরিফ বলেন, আমাদের উদ্দেশ্য হলো রানীপুকুর ইউনিয়নে বিএনপিকে নতুনভাবে গড়ে তোলা এবং জনগণের অধিকার আদায়ে দলকে আরও শক্তিশালী করা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ২নং রানীপুকুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা। তিনি বলেন, এই সদস্য সংগ্রহ কর্মসূচি আমাদের নতুন প্রজন্মের নেতৃত্ব গড়ে তুলবে। আমরা বিশ্বাস করি, বিএনপি জনগণের শক্তিতেই আবারও আন্দোলনের মাঠে প্রমাণ করবে আমরা জনগণের জন্য আছি, থাকবো। অনুষ্ঠানে বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন নীতির কঠোর সমালোচনা করেন এবং অবিলম্বে একটি নিরপেক্ষ ও গণতান্ত্রিক নির্বাচনের দাবি জানান। পুরো আয়োজনটি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উৎসাহ, উদ্দীপনা এবং দায়িত্বশীল অংশগ্রহণে একটি সফল ও তাৎপর্যপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে পরিণত হয়। আমাদের লড়াই কেবল বাংলাদেশে নয়, দক্ষিণ এশিয়াব্যাপী: নাহিদ
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৮:২৪ পূর্বাহ্ন

নিজে থেকে পদত্যাগের কোন অভিপ্রায় নেই, নিয়োগকর্তা বললে চলে যাবো: শিক্ষা উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট / ১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

মাইলস্টোনের ঘটনার পর চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত নিয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাওয়া হয়েছে। এ বিষয়ে নিজ অবস্থান পরিষ্কার করেছেন তিনি। শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার বলেন, আমার নিজ থেকে পদত্যাগের কোনো অভিপ্রায় নেই। তবে নিয়োগকর্তা বললে অবশ্যই চলে যাবো।

বুধবার (২৩ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরকে অব্যাহতির বিষয়টি একটি উচ্চতর কমিটির সিদ্ধান্ত। আমি সেই সিদ্ধান্তে যুক্ত ছিলাম না। কেন তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, সেটিও বলতে পারবো না।

নিজের দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ অস্বীকার করে শিক্ষা উপদেষ্টা, আমি মনে করি না আমার কাজের কোনো ব্যত্যয় হয়েছে। তবে যারা আমাকে নিয়োগ দিয়েছেন, তারা যদি মনে করেন আমি দায়িত্বে ব্যর্থ হয়েছি, তাহলে আমাকে যেতে বললে নিশ্চয়ই চলে যাবো। আঁকড়ে ধরার কিছু নেই, নিজেকে জাস্টিফাই করারও কিছু নেই।

এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিতের বিষয়ে তিনি বলেন, দুর্ঘটনার দিন রাত প্রায় ১০টা পর্যন্ত আমি হাসপাতালে ছিলাম। যখন বাসায় ফিরছি তখন পরীক্ষার বিষয়টি সামনে আসলো। কেউ কেউ চাচ্ছিলেন পরীক্ষা পেছানো হোক। পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হুট করে নেয়া যায় না। কারো একক এখতিয়ারও নেই পেছানোর। যখনই পরীক্ষার পেছানোর সিদ্ধান্ত হয়েছে, তারপরেই জানিয়ে দেয়া হয়েছে।

পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত দেরিতে নেয়া হয়েছে—এমন অভিযোগ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, হয়তো আগে সিদ্ধান্ত নেয়া গেলে ভালো হতো, কিন্তু তা সম্ভব হয়নি সঙ্গত কারণে। পরীক্ষার পেছানোর সিদ্ধান্ত হুট করে নেয়া যায় না। কেউ কেউ ভোগান্তির কথা বলছেন, তবে প্রেক্ষাপট বোঝার পর অনেকের ধারণা পালটাবে বলে মনে করি।

স্থগিত হওয়া পরীক্ষার কবে হতে পারে এমন প্রশ্নের উত্তরে শিক্ষা উপদেষ্টা বলেন, সাধারণত বোর্ডের নিয়ম অনুযায়ী শেষ পরীক্ষা হওয়ার পর দুই তিন দিন বাদ দিয়ে স্থগিত পরীক্ষা নেয়া হয়। কাল-পরশুর মধ্যে স্থগিত পরীক্ষা নেয়ার সুনির্দিষ্ট তারিখ জানিয়ে দেবে বোর্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ