রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। আজ মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) দুপুরে বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ হারুন-অর রশিদ, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এই হৃদয়বিদারক বিমান দুর্ঘটনায় রাষ্ট্রীয়ভাবে শোক পালনের অংশ হিসেবে সারাদেশের মতো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।