শিরোনাম
আহতদের জন্য শতাধিক ব্যাগ রক্ত দিলেন বিএনপি নেতারা একটা অসুস্থ জাতি, যেখানে লাশ মানেই রাজনীতি আর কনটেন্ট বোনের পর না ফেরার দেশে গেল ভাই নাফিও, মা-বাবার বুক খালি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বুধ ও বৃহস্পতিবারের সকল পরীক্ষা স্থগিত থাকবে আহত বাচ্চাগুলোকে প্রয়োজনে এয়ার এ্যাম্বুল্যান্সযোগে দিল্লি আনা হোক উদ্বোধনের চার বছরেও চালু হয়নি খানসামার ২০ শয্যার হাসপাতাল, নষ্ট হচ্ছে কোটি টাকার যন্ত্রপাতি, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত স্থানীয়রা মাইলস্টোন ট্রাজেডিতে নিহত শিক্ষিকা মেহেরীন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের সহায়তায় বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও সরঞ্জাম পাঠাচ্ছে ভারত মিঠাপুকুরে সরকারি রাস্তা থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ মাদ্রাসা সুপারের বিরুদ্ধে খরস্রোতা মানাস নদী আজ বর্ষা মৌসুুমেও পানি শুন্য।
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন

কালীগঞ্জে ৫ লক্ষ টাকার মাছ বিষ প্রয়োগে নিধন!

কায়সারুল আলম সোহাগ, কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধিঃ / ৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের বিষ প্রয়োগে একটি মাছের খামারে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২১ জুলাই) দিবাগত রাতে উপজেলার গোড়ল ইউনিয়নের পন্ডিতপাড়া এলাকায় ১ একর আয়তনের একটি মাছের ঘেরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী খামারি ইয়াকুব আলী জানান, দীর্ঘদিন ধরে তিনি ওই পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন। বর্তমানে ছিল মাছ বিক্রির মৌসুম। এমন সময় সব মাছ মরে যাওয়ায় তিনি দিশেহারা হয়ে পড়েছেন। ইয়াকুব আলী স্থানীয় বাসিন্দা দিল মাহমুদের ছেলে।চোখেমুখে হতাশা নিয়ে তিনি বলেন, “সকালে পুকুরে গিয়ে দেখি সব মাছ মরে ভেসে আছে। পাড়ে এক ধরনের বিষাক্ত ট্যাবলেট পড়ে থাকতে দেখি। রাতের আঁধারে কেউ ঘেরে বিষ দিয়ে সব মাছ মেরে ফেলেছে। অন্তত ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমি এর বিচার চাই।”

ইয়াকুবের ছোট ভাই ইজ্জত আলী অভিযোগ করে বলেন,“অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। আমরা থানায় লিখিত অভিযোগ করেছি এবং প্রশাসনের কাছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইয়েদুল মোফাচ্ছালীন বলেন— “ঘটনাটি দুঃখজনক। ক্ষতিগ্রস্ত খামারিকে ভবিষ্যতের যেকোনো প্রণোদনা বা সহায়তার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।”

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক বলেন— “ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

প্রসঙ্গত, কালীগঞ্জ উপজেলায় সম্প্রতি মাছ ও ফসলের ক্ষেতে এ ধরনের বিষ প্রয়োগের ঘটনা বেড়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিলে এ ধরণের নাশকতা আরও বাড়তে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ