রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ঘটনায় ছবি, ভিডিও দেখে অভিনেত্রী পরীমনির প্যানিক অ্যাটাক হয়। রাতে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
পরীমনি ফেসবুকে পেজে নিজেই বিষয়টি জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আগুনের একটা ট্রমা আমার আছে ছোটোবেলা থেকে। সেটা যে এখনও এতো ভয়ংকরভাবে আছে এভাবে বুঝতে পারি নাই আগে। গতকালের দুর্ঘটনায় ছোট ছোট বাচ্চাগুলোর পোড়া শরীরের ছবি/ভিডিও দেখে আমার খুব খারাপভাবে প্যানিক অ্যাটাক হয়। রাতে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।’
তিনি আরও লিখেছেন, ‘বুকের ভেতর ধরফর করে শুধু। আহারে এই শোক ওই মায়েরা কিভাবে সহ্য করবে আল্লাহ! আল্লাহ আল্লাহ।’
গতকাল (২১ জুলাই) দুপুর ১টার পর উত্তরায় বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান।
বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন লেগে যায়। ফলে অনেক হতাহতের ঘটনা ঘটে। স্কুল শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় গতকাল থেকে শোকের মাতম চলছে। শোবিজের তারকারাও শোকে বিহ্বল।