শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বুধ ও বৃহস্পতিবারের সকল পরীক্ষা স্থগিত থাকবে আহত বাচ্চাগুলোকে প্রয়োজনে এয়ার এ্যাম্বুল্যান্সযোগে দিল্লি আনা হোক উদ্বোধনের চার বছরেও চালু হয়নি খানসামার ২০ শয্যার হাসপাতাল, নষ্ট হচ্ছে কোটি টাকার যন্ত্রপাতি, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত স্থানীয়রা মাইলস্টোন ট্রাজেডিতে নিহত শিক্ষিকা মেহেরীন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের সহায়তায় বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও সরঞ্জাম পাঠাচ্ছে ভারত মিঠাপুকুরে সরকারি রাস্তা থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ মাদ্রাসা সুপারের বিরুদ্ধে খরস্রোতা মানাস নদী আজ বর্ষা মৌসুুমেও পানি শুন্য। বাবার কপালে চুমু খেয়ে ক্লাসে যেত হুমায়রা, মেয়ের কফিনে চুমু দিয়ে বিদায় দিলেন বাবা সিও বাজারে গ্যাস পাম্প বিস্ফোরণ; দুটি কারণ অনুসন্ধান করেছে বিস্ফোরক পরিদপ্তর মাইলস্টোন ট্রাজেডি; হতাহতের জন্য বেরোবিতে বিশেষ দোয়া
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন

রক্ত দিতে বার্ন ইনস্টিটিউটে ছুটে এলেন তৃতীয় লিঙ্গের শতাধিক মানুষ

ডেস্ক রিপোর্ট / ৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

ঢাকার উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিশুদের রক্তের প্রয়োজন মেটাতে এগিয়ে এসেছেন তৃতীয় লিঙ্গের (হিজড়া) জনগোষ্ঠীর শতাধিক সদস্য। মঙ্গলবার (২২ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে কুড়িল বিশ্বরোড ও খিলক্ষেত এলাকা থেকে তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে এসে উপস্থিত হন।

তাদের মধ্যে ঝিনুক সিকদার নামের তৃতীয় লিঙ্গের একজন বলেন, আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে দেখলাম—ঢাকা মেডিকেলে অনেক রক্তের প্রয়োজন। সঙ্গে সঙ্গে আমরা ১০০ জন রওনা দিই, আরও ১০০ জন পথে আছেন। আমরা সবাই রক্ত দিতে এসেছি।

তাদের গুরু মা পিংকি সিকদারের আহ্বানে তারা এই মানবিক উদ্যোগে সাড়া দিয়েছেন বলে জানান জুমা নামের একজন। তিনি বলেন, আমাদের গুরু মা বলেছেন—বিমান দুর্ঘটনায় দগ্ধ শিশুগুলোর জন্য প্রচুর রক্তের প্রয়োজন। তিনি জিজ্ঞেস করলেন, কে কে যাবেন? আমরা সঙ্গে সঙ্গে সবাই বললাম, চলেন যাই।

হাবিবা নামে আরেকজন বলেন, যত রক্ত দরকার আমরা দিতে রাজি। শুধু চাই এই ছোট ছোট বাচ্চাগুলো সুস্থ হয়ে উঠুক।

পলাশ নামের আরেকজন বলেন, জাতির দুঃসময়ে আমরা সবসময় পাশে ছিলাম। মানুষ সুস্থ না থাকলে আমরাওতো থাকব না। তাদের বাঁচলে তবেই আমরা বাঁচব—যাদের কাছ থেকে সাহায্য পাই, জীবিকা চালাই।

চৈতি নামে অন্য আরেকজন বলেন, এই মানবিকতা আর সহমর্মিতার নজির অনুপ্রেরণা জোগায় সবার জন্য। সমাজের প্রতিটি স্তরের মানুষকে নিয়ে গড়ে উঠুক মানবতার শক্তিশালী বাঁধন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ