শিরোনাম
ঝলসানো ছোট্ট শরীরে পানি দিয়েছি আর কেঁদেছি’ নীলফামারীর জলঢাকায় নিজ এলাকায় মাহেরীন চৌধুরীর দাফন সম্পন্ন তত্ত্বাবধায়ক সরকার প্রধান নিয়ে বিএনপি-জামায়াতের প্রস্তাব, এনসিপিসহ অন্যান্য দলের ভিন্নমত নিঃস্বার্থ সমাজকল্যাণ যুব সংঘের উদ্যোগে নিশ্চিন্তপুরে জনবহুল রাস্তার সংস্কার দিনাজপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ: বোর্ডে তালা, মহাসড়ক অবরোধ আর্থিক সহযোগিতা চেয়ে প্রধান উপদেষ্টার পেজের পোস্ট সরিয়ে ফেলা হয়েছে কলেজের পেছনের গেট দিয়ে মাইলস্টোন ছাড়লেন দুই উপদেষ্টা কালীগঞ্জে ৫ লক্ষ টাকার মাছ বিষ প্রয়োগে নিধন! সচিবালয়ের ভেতরে ঢুকে পড়া শিক্ষার্থীদের লাঠিচার্জ, আহত অন্তত ১৫ যাদের বাঁচিয়েছি তারাও আমার সন্তান বলেছিলেন মাহেরিন চৌধুরী
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০৮:১৩ অপরাহ্ন

শিবির কর্মীকে ‘ছাত্রলীগ’ বলে পুলিশে সোপর্দ, ছাত্রদল-যুবদলের সঙ্গে সংঘর্ষে আহত ২০

ডেস্ক রিপোর্ট / ১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

চট্টগ্রামে আরিফুল ইসলাম নামে এক শিবির কর্মীকে ‘ছাত্রলীগ’ আখ্যা দিয়ে মারধর করে থানায় নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবিরের নেতা–কর্মীদের সঙ্গে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২১ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে চকবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে ২ শিবির কর্মীকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। এছাড়া, সংঘর্ষে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

দফায় দফায় এ সংঘর্ষের ঘটনায় রাত আড়াইটা পর্যন্ত নগরীর চকবাজার থানার গুলজার মোড় ঘিরে অবস্থান নিতে দেখা যায় ছাত্রশিবিরের নেতা-কর্মীদের। আর চকবাজারের কাঁচাবাজার মোড়ে বহিষ্কৃত যুবদল নেতা এমদাদুল হক বাদশাহর নেতৃত্বে ছাত্রদল ও যুবদলসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়।

জানা যায়, সদ্য বহিষ্কৃত যুবদল নেতা বাদশাহর অনুসারীরা সম্প্রতি ভ্যান থেকে চাঁদাবাজি করতে গেলে মহসিন কলেজের শিক্ষার্থী আরিফসহ জামায়াতের কয়েকজন তাদের ধরে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনার ক্ষোভে সোমবার আরিফকে একা পেয়ে বাদশাহর অনুসারীরা ছাত্রলীগ বলে থানায় নিয়ে যায়। থানা থেকে আরিফকে ছাড়াতে গেলে বাদশাহর অনুসারী ছাত্রদল ও যুবদলের কর্মীরা মহসিন কলেজ শিবিরের নেতাকর্মীদের ওপর হামলা করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়।

গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ছাত্রদল জানায়, মহসিন কলেজ ছাত্রলীগের এক নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিতে ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর নেতারা ছাত্রদলের নেতাদের ওপর হামলা করেছেন।

অন্যদিকে ছাত্রশিবির এক বার্তায় জানায়, এক জুলাই যোদ্ধাকে থানায় দিয়েছিল ছাত্রদল। এর প্রতিবাদ করলে ছাত্রদল ও যুবদলের নেতা–কর্মীরা মিলে শিবির, শিক্ষার্থী ও পুলিশের ওপর হামলা করেছেন।

এ বিষয়ে মহানগর উত্তর শাখা শিবিরের সভাপতি তানজির হোসেন জুয়েল গণমাধ্যমকে বলেন, আরিফুল ইসলাম নামে আমাদের একজনকে মারধর করে পুলিশে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। এ বিষয়ে চকবাজার থানায় গেলে যুবদলের বহিস্কৃত নেতা এমদাদুল হক বাদশার নেতৃত্বে সন্ত্রাসীরা থানায় আমাদের কর্মীদের ওপর হামলা চালায়।

ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরের (উত্তর) প্রচার সম্পাদক সিরাজী মানিক বলেন, একজন আহত জুলাই যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে থানায় দিয়েছে ছাত্রদল। এর প্রতিবাদে ছাত্রশিবিরের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা থানায় গেলে সেখানে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা শিক্ষার্থী, শিবিরের নেতা-কর্মী ও পুলিশের ওপর হামলা করেন।

চট্টগ্রাম নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ বলেন, মহসিন কলেজ ছাত্রলীগের এক নেতা আগে ছাত্রদলের এক কর্মীকে মারধর করেছিলেন। সোমবার তাকে দেখতে পেয়ে ছাত্রদলের কর্মীরা ধরে চকবাজার থানা পুলিশের কাছে তুলে দেন। কিন্তু শিবির তাকে ছাড়িয়ে নিতে থানায় যায়। খবর পেয়ে ছাত্রদলের নেতা–কর্মীরা সেখানে গেলে তাদেরকে শিবিরের নেতা–কর্মীরা মারধর করেন।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল কবির গণমাধ্যমকে বলেন, ছাত্রদল এক ছাত্রকে ছাত্রলীগ বলে মারধর করে থানায় সোপর্দ করে। শিবির ওই ছাত্রকে তাদের কর্মী দাবি করে থানায় যায়। এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আমরা উভয়পক্ষকে শান্ত করার চেষ্টা করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ